দেশনিউজ

DA Hike: সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর, ৫০ শতাংশ পাওয়া যাবে মহার্ঘ ভাতা

আবারো মহার্ঘ ভাতা নিয়ে একটা বিশাল বড় আপডেট, শীঘ্রই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে একটা মোটা টাকা

Advertisement

মহার্ঘ ভাতা নিয়ে চলে এলো আবারো একটি বিশাল বড় আপডেট। এবারে শীঘ্রই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে বলে জানিয়ে দিয়েছে সরকার। বর্ষার মুখেই সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে মোটা টাকা। মাত্র কয়েক মাসের মধ্যেই ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ঢুকবে কর্মীদের একাউন্টে। আর নতুন এই মহার্ঘ ভাতা কার্যকর হবে, জুলাই মাসের প্রথম তারিখ থেকেই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই সুখবর বলে জানা যাচ্ছে। এর ফলে হাসি ফুটবে সরকারি কর্মচারীদের মুখে। সব মিলিয়ে পুজোর আগে এই সুখবর কোনো কর্মীর জন্যই খুব একটা মন্দ নয়।

এমনিতেই প্রতি ৬ মাস অন্তর মহার্ঘ ভাতা সম্পর্কে একটা সুখবর পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। প্রতিবেদন অনুযায়ী, নতুন এই মহার্ঘ ভাতা কার্যকর হবে ১ জুলাই থেকে। আর এই ঘোষণা হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। কেন্দ্রীয় সরকার প্রতি বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে কর্মীদের মহার্ঘ ভাতা পরিবর্তন করে। সেই ঘোষণা করা হয় যথাক্রমে মার্চ মাস এবং সেপ্টেম্বর মাসে। এই বছরের মার্চ মাসে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল সরকারি কর্মচারীদের। বর্তমানে সরকার কর্মচারীদের ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। জুন মাসের AICPI সূচকের ভিত্তিতে, পরিষ্কার হবে যে সরকার পরবর্তীতে কত শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবারেও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে।

যদি জুলাই মাসে সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে তাহলে কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৪৬ শতাংশ। অর্থাৎ ১ জুলাই থেকে কর্মচারীদের মহার্ঘ ভাতা হবে ৪৬ শতাংশ। এর ভিত্তিতে সরকার ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মহার্ঘ ভাতা দেবে। তারপর ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের। মার্চ মাসে হবে সেই ঘোষণা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ২০২৪ এর জানুয়ারি থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। যদি ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ে তাহলে সেই নিরিখে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়ে যাবে ৫০ শতাংশ। সেক্ষেত্রে মূল বেতনের সাথে এই মহার্ঘ ভাতার বেতন যুক্ত হয়ে যাবে। অর্থাৎ একসাথে ৫০ শতাংশ বেতন ঢুকবে সরকারি কর্মচারীদের একাউন্টে।

প্রসঙ্গত, যদি ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় তাহলে কেন্দ্রীয় কর্মীরা প্রতিমাসে কমপক্ষে ৯ হাজার টাকা মহার্ঘ ভাতা বেশি পেয়ে যাবেন। নূন্যতম ১৮ হাজার টাকা বেতনের ভিত্তিতে এই পরিসংখ্যান রয়েছে। তবে বেতন বেশি হলে একইভাবে মহার্ঘ ভাতা বেশি হবে। এর আগে মার্চ মাসে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এই বৃদ্ধি ১ জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর করা হয়েছিল। তবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই সুখবর নয়, এই সুখবর রয়েছে মধ্যপ্রদেশের সরকারের কর্মীদের জন্যও। নির্বাচনের আগে কর্মীদের খুশি করতে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মধ্যপ্রদেশ সরকার। শিবরাজ সিং চৌহানের সরকার সমস্ত কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতই রাজ্য সরকারি কর্মীরাও ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যান।

Related Articles

Back to top button