Dadagiri Season 9: শীঘ্রই শুরু হতে চলেছে দাদাগিরির নতুন সিজন, সঞ্চালনায় কি দাদাই থাকছেন!

দুই বছর ধরে বিনোদন জগতে চলছে ছন্দপতন। করোনা বিদায় না নিলেও করোনার প্রটোকল মেনে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা বিনোদন জগৎ। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক থেকে রিয়ালিটি শো। সারা…

Avatar

By

দুই বছর ধরে বিনোদন জগতে চলছে ছন্দপতন। করোনা বিদায় না নিলেও করোনার প্রটোকল মেনে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা বিনোদন জগৎ। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক থেকে রিয়ালিটি শো। সারা সপ্তাহ সিরিয়াল দেখলেও সপ্তাহের দুদিন রাতে পরিবারের সাথে রিয়ালিটি শো দেখতে ভালোবাসে বহু দর্শক। এই মধ্যে খুশির খবর  র‍য়েছে বাঙালী দর্শকদের জন্যে। খুব শীঘ্রই আসতে চলসছে জনপ্রিয় শো ‘দাদাগিরি আনলিমিটেড’ সিজন ৯। যার সাতটি সিজন মূলত সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী

দাদা আর দাদাগিরির সম্পর্ক যে চিরপুরাতন। দিদি নাম্বার ওয়ান যেমন রচনা ব্যনার্জি ছাড়া অসম্পূর্ণ তেমনই দাদাগিরি অসম্পূর্ণ দাদাকে ছাড়া। আগের আটটি সিজনের সাফল্যের পর ফের আসছে ‘দাদাগিরি’। ২০০৯ সালে জি বাংলাতে চপ্রথম সম্প্রচারিত হয়েছিল এই ক্যুইজ শো। আটটির মধ্যে সাতটি সিজনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন সৌরভ গাঙ্গুলী। টেলিভিশন জগতে এই শোয়ের সঞ্চালনা ছিল দাদার হাতেখড়ি। শুধুমাত্র সিজন ৩ তে দাদার কিছু সমস্যা থাকার জন্য সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী কিন্তু অন্যান্য সিজনের তুলনায় সেই সিজনটি কিছুটা কম জনপ্রিয় হয়েছিল। কারণটা আজ সকলের জানা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দাদাগিরি আনলিমিটেড’-র অডিশনের প্রোমো। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এবারে অফলাইন নয় বরং অনলাইন পদ্ধতিতে শুরু হবে অডিশন। অনলাইন অডিশনের জন্য একটি পোস্ট ও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই পোস্টে লেখা আছে এই শোতে অংশগ্রহণ করতে চাইলে ইচ্চ নাম, ছবি, বয়স, পেশা, জেলা -সহ জীবনের দাদাগিরির কাহিনি লিখে বা ভিডিয়ো করে পাঠাতে হবে – ৮০১৩৬০৪০৭৭ নম্বরে। পাশাপাশি নব বিবাহিত বা বিবাহযোগ্য জুটি, যমজ ভাই-বোনদের জন্য এক বিশেষ অডিশনের এলার্ট বের করা হয়েছে। তবে ইচ্ছুক যে কোনও ব্যক্তিই অডিশনের জন্য চেষ্টা করতে পারেন।

উল্লেখ্য, ‘দাদাগিরি’-র শেষ সিজন ৮ শুরু হয়েছিল ২০১৯ সালের ৩ অগাস্ট। টানা সাত মাসে মার্চ মাস অব্দি চলার পর লকডাউনের জন্য তা স্থগিত হয়। অগাস্ট মাসে পুনরায় শুরু হয়। কিছু পর্ব হওয়ার পর ১৩ সেপ্টেম্বর হয়েছিল গ্যান্ড ফিনালে। শেষ সিজনে বিজয়ী জেলা ছিল দার্জিলিং। এই শোতে সাধারণ মানুষ ছাড়াও মাঝে মধ্যে আসেন বিশেষ অতিথি ও তারকারা। আর এই তারকাদের নানান অজানা কিছু জানা যায়। শোনা যাচ্ছে এই সিজনেও থাকবেন অনেকজন অতিথি প্রতিযোগী।