Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মীর, মনামি, কাঞ্চন! দেখুন জমজমাট ‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালে

Updated :  Wednesday, September 9, 2020 8:26 PM

দাদাগিরি অনুষ্ঠানের দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলি হলেন বাঙালী মনের এক অদ্ভুদ সেনসেশন। এই কুইজ শো, কচি থেকে বুড়ো সবার মন জয় করে নিয়েছে। বিশেষত যখন দাদা সামনে এসে প্রশ্ন করেন তখন বুক কেমন দুরু দুরু করে। তাই না? যিনি এই শোয়ে অংশগ্রহণ করেছেন তিনি বেশ জানেন ওই স্টেজে উঠে দাদাকে দেখে মনে ঠিক কোন ঘন্টিটা বাজে। এককথায় দর্শকদের আবেগ জুড়ে রয়েছে এই অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে উঠে আসা মানুষরা তাঁদের নিজেদের স্বপ্নের কথা যেমন শেয়ার করতে পারেন তেমনই কুইজ জিতে উপহারও নিয়ে যেতে পারেন।

তবে, আপনারা যারা দাদাগিরি দেখেন তাঁদের জন্য ১৩ ই সেপ্টেম্বর বড় চমক অপেক্ষা করছে। ওইদিন হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির গ্র্যান্ড ফিনালে। এই দিনের পর্বে কে কে থাকছেন জানেন? থাকছেন সবার প্রিয় রেডিও জকি মীর। যার সানডে সাসপেন্স আপনি হয়তো প্রতি রবিবার মন দিয়ে শোনেন।

মীর, মনামি, কাঞ্চন! দেখুন জমজমাট 'দাদাগিরি'র গ্র্যান্ড ফিনালে

মীরকে সহযোগিতা করবেন কাঞ্চন মল্লিক যার কথাতে যার কৌতুকে আপনি হয়তো সেদিন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। এখানেই শেষ নয়, টেলি ডিভা মনামি-র সঙ্গে হাত ধরে নেচে মঞ্চ কাঁপাবেন।

মীর, মনামি, কাঞ্চন! দেখুন জমজমাট 'দাদাগিরি'র গ্র্যান্ড ফিনালে

মনামি-র কথা যখন উঠলোই, তখন তাঁকে তো থাকতেই হবে। ব্যাচেলার মনামি এখনও বহু বাঙালী হৃদয়ের ধকধক। এদিনের গ্র্যান্ড ফিনালে লাল ড্রেসে মনামি বেশ হট।

মীর, মনামি, কাঞ্চন! দেখুন জমজমাট 'দাদাগিরি'র গ্র্যান্ড ফিনালে

কমেডিতে কাঞ্চন মল্লিকের পাশাপাশি থাকবে বিশ্বনাথ যিনি সোনালির হাত ধরে গ্রান্ড ফিন্যালের মঞ্চ কাঁপাবেন।

মীর, মনামি, কাঞ্চন! দেখুন জমজমাট 'দাদাগিরি'র গ্র্যান্ড ফিনালে

দাদাগিরি মানেই দিনবদলের পালা আর তাতেই রসদ যোগাবে অনুপম, সোমলতা,ইমন, এমনকি থাকছে চন্দ্রবিন্দু র গোটা টিম।

মীর, মনামি, কাঞ্চন! দেখুন জমজমাট 'দাদাগিরি'র গ্র্যান্ড ফিনালে

মীর, মনামি, কাঞ্চন! দেখুন জমজমাট 'দাদাগিরি'র গ্র্যান্ড ফিনালে

মীর, মনামি, কাঞ্চন! দেখুন জমজমাট 'দাদাগিরি'র গ্র্যান্ড ফিনালে

আগামী ১৩ ই সেপ্টেম্বর, রবিবার জি বাংলা ঠিক রাত আটটায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে। আপনি তৈরি তো?