দেশনিউজ

করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো প্রায় চার লক্ষ, উদ্বিগ্ন দেশবাসি

Advertisement

ভারতঃ সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন। মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। সব মিলিয়ে এখন ৫.৪ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তবুও আমেরিকা ও ব্রাজিলের থেকে বর্তমানে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ আর ভারতে  মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ৮০৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫২ হাজার ৩৩৫ জনে। গত ২৪ ঘণ্টায় ৯৫টি পরীক্ষাগারে মোট ১২ হাজার ৮১৪টি করোনা নমুনা সংগ্রহ হয়েছে।

পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৩০ জনের। সব মিলিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৯৬ হাজার ৫০৯ জন। এভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়া করোনা সংক্রমণ নতুন করে বিপদের সংকেত দিচ্ছে বলে মত আম জনতার। আমেরিকার পর দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার।

Related Articles

Back to top button