আজ ১৩ই ডিসেম্বর ( ২৪শে অগ্রহায়ণ) সোমবার, রাশি অনুযায়ী জেনে নিন!
মেষ (ARIES): আজ আপনি কোনো কারণে বিষাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।
বৃষ (TAURUS): চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। আয় বৃদ্ধি হতে পারে। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।
মিথুন (GEMINI): আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেননা। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।
কর্কট (CANCER): আজ আপনি ধাতুর ব্যবসায়ে লাভ হতে পারে। মন দিয়ে ধাতুর ব্যবসার কাজ কর্ম করুন। ব্যবসার কাজে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ সুখকর।
সিংহ (LEO): আজ কাছের কোনো বন্ধু শত্রু হয়ে উঠতে পারে। আপনার চরম অনিষ্ট করতে পারে। সাবধানে চোখ কান রেখে কাজ করুন। সহজে কাউকে বিশ্বাস করবেননা।
কন্যা (VIRGO): আজ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে বিপুল অর্থ জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।
তুলা (LIBRA): আজ আপনার বাড়ি থেকে মূল্যবান কোনো জিনিস খোয়া যেতে পারে। সতর্ক থাকা বাঞ্ছনীয়, কিন্তু সন্দেহ পরিত্যাগ করতে হবে। স্ত্রী ভাগ্য এবং অর্থভাগ্য শুভ।
বৃশ্চিক (SCORPIO): আজ আপনি পশুপালনে ব্যস্ত হয়ে পড়তে পারেন। পশুপালনে আর্থিক লাভ হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। পশুদের প্রতি যত্নশীল হন। দিনড়ি বেশ ভালোই কাটবে।
ধনু (SAGITTARIUS): পরিবার অথবা পাড়ার কারোর সঙ্গে অকারণ কলহে জড়িয়ে যেতে পারেন। মন বিচলিত থাকার দরুন আপনার শিল্পে ব্যাঘাত আসতে পারে। এছাড়াও প্রিয়জন বিয়োগের সম্ভবনা রয়েছে
মকর (CAPRICORN): আজ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। নিজেদের উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
কুম্ভ (AQUARIUS): আজ আপনার বিপুল পরিমাণ অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে-শুনে টাকা পয়সা খরচ করুন। আয়ের চেয়ে বেশি ব্যয় না করে টাকা জমাতে শিখুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
মীন (PISCES): আজ আপনার জন্য আনন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। নতুন বিয়ের সমন্ধ আসতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside