Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

যশ-ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা এই জাতক রাশির, জানুন আপনার ভাগ্যে কী রয়েছে?

Updated :  Monday, March 15, 2021 8:42 AM

আজ ১৫ই মার্চ (১লা চৈত্র) সোমবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। পদ মর্যাদা বৃদ্ধি হতে পারে। কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

বৃষঃ আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ থাকতে পারেন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক মতো ওষুধ পত্র ঠিক করে খান। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

মিথুনঃ আজ আপনি কোনো সত্যি কথা বললে শত্রু তৈরি হবে। বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। উচিত কথাতে আপনার ক্ষতি হতে পারে। অসৎসঙ্গ এড়িয়ে চলুন।

কর্কটঃ আজ আপনার বহুদিনের কোনো পুরোনো দ্রবাদি খুজে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির পর কোনো মানত থাকলে অবশ্যই পূরণ করুন।

সিংহঃ আজ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। নিজেদের পড়াশোনার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

কন্যাঃ আজ আপনার কোনো বড় অসুখ হওয়ার সম্ভাবনা আছে। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন। ভালো করে খাওয়া দাওয়া ও ওষুধ খাওয়া দাওয়া করুন।

তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ আপনার সন্তান-সন্ততিদের প্রতি স্নেহ বাড়তে পারে। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সব মিলিয়ে দিনটি সুখকর হবে।

ধনুঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। আজ আপনার কাজের জায়গায় আপনার বুদ্ধির জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধি হবে।

মকরঃ আজ আপনার ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে একদম হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

কুম্ভঃ নতুন কর্মে সাফল্য আসতে পারে। অপরকে উৎসাহ প্রদানে জীবনে বাড়তি আনন্দের সম্ভাবনা। সব মিলিয়ে দিনটি ভালোই কাটবে।

মীনঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে মনোমালিন্য ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।