Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৭ই জুলাই, কোন কোন রাশির সময় খারাপ

Updated :  Saturday, July 17, 2021 8:26 AM

আজ ১৭ই জুলাই (৩২শে আষাঢ়) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার ব্যবসায়ে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার কাজেতে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না

বৃষঃ আজ আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অফিসের কাজে প্রমোশন হতে পারে। ব্যবসার কাজে উন্নতি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

মিথুনঃ আজ আপনি কোনো কারণে দুর্বলতার স্বীকার হতে পারেন।কাছের কেউ এই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। সাবধান হন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন

কর্কটঃ আজ আপনার জন্য দিনটি বেশ শুভ। কাছের কোনো বন্ধুকে সাহায্যের হাত বাডিয়ে দিতে পারেন। পরের উপকারের জন্য নাম ডাক হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন।

সিংহঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে টাকা খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন। বেশি চিন্তা করবেন না।

কন্যাঃ আজ আপনার নাম কোনো মামলা মোকর্দ্দমায় জড়িয়ে যেতে পারে। বিপুল পরিমাণে অর্থ খরচ হতে পারে। এই মামলায় জয় হবে। মন শক্ত রেখে কাজ করুন।

তুলাঃ আজ আপনার ন্যর্যপ্রাপ্তিতে কোনো বাধা আসতে পারবে না। বঞ্চিত নিজের জিনিস থেকে বাদ হওয়া। মন শক্ত করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

ধনুঃ আজ আপনার কাজের চাপে মানসিক ক্লেশ দেখা দিতে পারে। ঠান্ডা মাথায় সমস্ত কঠিন সিদ্ধান্ত নিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

মকরঃ আজ দিনটি খুব একটা সুখকর। অফিসের কাজে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ে উন্নতি হতে পারে। ব্যবসার পরিধি বাড়তে পারে। মন দিয়ে নিজের কাজ করুন।

কুম্ভঃ আজ আপনার আগুন থেকে বড় কোনো ক্ষতি হতে পারে। সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন।

মীনঃ আজ আপনার পরিবারের কোনো সদস্যের সাথে কোনো কিছু তর্ক ঝামেলা লেগেই থাকবে। মাথা ঠান্ডা রেখে সব তর্ক ঝামেলা মিটিয়ে নিন। দিনটি খুব একটা ভালো যাবে না।