Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Horoscope: আজ ১লা সেপ্টেম্বর, মাসের প্রথম দিনে কোন কোন রাশির সময় ভালো যাবে

Updated :  Wednesday, September 1, 2021 8:02 AM

আজ ১লা সেপ্টেম্বর (১৫ই ভাদ্র) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষঃ আজ আপনার কোনো কাছে আত্মীয়ের শরীর খারাপ হতে পারে। আত্মীয়ের প্রতি যত্নশীল হন। ভালো জায়গায় চিকিৎসা করান। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃষঃ আজ আপনার বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। মান মর্যাদা বৃদ্ধি হতে পারে। কাজের জন্য ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ হতে পারে।

মিথুনঃ আজ আপনার কোনো কাজ নিয়ে হয়রানি হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। অল্পেতে বিরক্ত হয়ে যাবেননা। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনার দিনটি বেশ ভালো কাটবে। জ্ঞানী গুণী ব্যক্তিদের উপদেশ আপনার জীবনে শান্তি এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চললে জীবনে সাফল্য পাবেন।

সিংহঃ আজ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

কন্যাঃ আজ আপনি ও আপনার পরিবার ভ্রমণে বাইরে যেতে পারেন। ভ্রমণে কোনো কারণে কষ্ট পেতে পারেন। ভেঙে পড়বেননা। সাবধানে ঘুরুন। সকলের প্রতি যত্নশীল হন।

তুলাঃ নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কেউ আপনার ক্ষতি করতে পারে। সাবধানে কাজ কর্ম করুন। পরিবার ব্যতিত অন্য কারোর পরামর্শ নেবেন না। দিনটি খুব একটা সুখকর নয়।

বৃশ্চিকঃ আজ আপনার দিনটি বেশ ভালো। বাড়ি সাজানোর জন্য নতুন দ্রবাদি কিনুন। দেখে শুনে বাড়ির জিনিসপত্র কিনুন। বেশি অর্থ খরচ করবেননা।

ধনুঃ আজ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

মকরঃ আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।

কুম্ভঃ আজ আপনার মা বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। সন্তানদের সামলে রাখুন। পরিবারের সকল সদস্যদের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা সুখকর নয়।

মীনঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। বাড়িতে টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। সংসারে অভাব অনটন আসতে পারে। দেখে শুনে কাজ করুন।