আজ ২০শে সেপ্টেম্বর, জানুন আজকের রাশিফল

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– আজ বৃত্তিগত প্রশিক্ষণ লাভের সুবর্ণ সুযোগ। কোনো জরুরি কারণে অর্থ ব্যয় করতে হতে পারে, তবে তাতে বিশেষ সমস্যা হবে না।

বৃষ– আজ আপনি বিশেষ কোনো ক্ষেত্রে সাহসিকতা দেখাবেন। কোনো গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না।

মিথুন– নতুন কোনো বন্ধু লাভ হতে পারে আপনার। মেজাজ ঠান্ডা রাখতে কোনো মনের মত কাজে ব্যস্ত রাখুন।

কর্কট– খাওয়া ও পান করা নিয়ে একটু সাবধান থাকুন। শরীরে কোনো অস্ত্রপচার হলে তা সফল হবার সম্পূর্ণ সম্ভাবনা।

সিংহ– দীর্ঘদিন চলতে থাকা কোনো মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আজ আপনার দ্বারা কেউ কোনোভাবে উপকৃত হতে পারেন।

কন্যা– দিনটা মোটামুটি আমোদে কাটবে। সাধু জনের সঙ্গ লাভ করার বেশ সম্ভাবনা রয়েছে। কোনো ধর্মীয় অনুষ্ঠান আজ বাড়িতে হতে পারে।

তুলা– শরীর ভালোই থাকবে। চিকিৎসার জন্য বেশ ব্যয় হতে পারে, তবে এই ব্যয় আবশ্যিক মনে রাখবেন। কোনো গোপন সম্পর্কের জন্য আপনার বদনাম হতে পারে।

বৃশ্চিক– স্বাস্থ্য সমস্যার জন্য কাজে বাধা পড়তে পারে, তবে মনকে সবল রেখে এগোন। লাভ পাবেন। আজ পদোন্নতির বিশেষ সম্ভাবনা।

ধনু– ইতিবাচক চিন্তা ভাবনার কারণে কোনো সাফল্য লাভ আসবে। আজ আপনার উদারতার জন্য বিশেষ সম্মান লাভ করবেন।

মকর– ভ্রমণ করলে আজ বেশ ক্লান্ত লাগবে। কোনো মানসিক বা শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটু সতর্ক থাকুন।

কুম্ভ– আজ শরীর মন বেশ চাঙ্গা থাকলেও কোনো কারণে মনে কষ্ট আসতে পারে। তবে সেটা কাটিয়ে উঠলে অসাধারণ কিছু করে ফেলতে পারবেন। কারোর ওপর নিজের মতামত চাপিয়ে না দিয়ে সকলের মতকে বিচার করে সিদ্ধান্ত নিন।

মীন– আজ মানসিক শান্তি থাকবে। হতে পারে অর্থাগমও। তবে ব্যবসায়ের ক্ষেত্রে শরিকি ঝামেলায় জড়ানোর সম্ভাবনা।