Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৫ শে জানুয়ারি, জানুন আজকের রাশিফল

Updated :  Monday, January 25, 2021 8:12 AM

আজ ২৫ শে জানুয়ারি (১১ই মাঘ) সোমবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ থাকতে পারেন। জ্বর সর্দি কাশিতে ভুগতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।

বৃষঃ আজ আপনি অতিরিক্ত কাজের চাপে অথবা পারিবারিক বিবাদে মানসিক উদ্বেগের শিকার হতে পারেন। মন শান্ত রাখতে ভালো গান শুনুন অথবা যোগাভ্যাস করুন।

মিথুনঃ আজ আপনি কোনো কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দেখে শুনে কাজ করুন। সাবধান হন। সবাইকে বিশ্বাস করবেননা।

কর্কটঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসার কাজে বাইরে যেতে হতে পারে। কাজের ব্যস্ততা বাড়ার সম্ভাবনা আছে। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।

সিংহঃ আজ আপনি ধর্ম চর্চায় আগ্রহ পেতে পারেন। মন দিয়ে ধর্ম কর্ম করুন। এই ব্যপারে চর্চায় বেশ আনন্দ পেতে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।

কন্যাঃ আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। কর্মে উন্নতিতে আয় বাড়ার সম্ভাবনা আছে। টাকা পয়সা লাভ হতে পারে। দিনটি বেশ শুভ।

তুলাঃ আজ আপনার কোনো নতুন কাজে বন্ধু ও পরিবারের সহায়তা লাভ পেতে পারেন। অবশ্য কর্মক্ষেত্রে কোনোরকম গা ঢিলেমি রাখবেননা, এতে ক্ষতি হতে পারে।

বৃশ্চিকঃআজ আপনি নিজের সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারেন। কাজের পাশাপাশি সন্তানের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

ধনুঃআজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন।

মকরঃ আজ আপনি পেট ব্যথায় কষ্ট পেতে পারেন। তেল মশলা ছাড়া হাল্কা পথ্য খান। নিজের প্রতি যত্নশীল হন। প্রতিদিন নিয়ম করে হাঁটতে বেরোন। ঠিক করে ওষুধ খান।

কুম্ভঃ আজ আপনার দিনটি বেশ শুভ। পারিবারিক ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার কাজে সাফল্য পেতে পারেন। মন দিয়ে ব্যবসার কাজ কর্ম করুন।

মীনঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।