আজ ৩১শে আগস্ট সোমবার জানুন আজকের রাশিফল

আজ ৩১শে আগস্ট, সোমবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ কোনো কারণে আজ আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। মনোযোগ সহযোগে নিজ দায়িত্ব পালন করুন।

বৃষঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। স্নায়ুরোগ দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হবে।

মিথুনঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে দাম্পত্যকলহ দেখা দিতে চলেছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।

কর্কটঃ কর্মক্ষেত্রে আজ আপনার খুবই ভালো কাটবে। সাফল্য লাভ করার সম্ভাবনা তৈরি হতে পারে।

সিংহঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ খুব একটা ভালো কাটবে না। গৃহসংস্কারে ব্যয় ঘটতে পারে। ভাবনাচিন্তা করে খরচ করা জরুরি।

কন্যাঃ পারিবারিক দিক দিয়ে আজ আপনার খুবই ভালো কাটবে। মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলাঃ কর্মক্ষেত্রে আজ আপনার দিনটি খুবই ভালো কাটবে। সম্মান বৃদ্ধি পেতে পারে। ফলে মানসিক দিক দিয়ে ভালো থাকবেন।

বৃশ্চিকঃ কর্মক্ষেত্রে আজ আপনার বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে দিনটি ভালোই কাটবে।

ধনুঃ সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলে প্রবল সমস্যার সম্মুখীন হতে পারেন। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরি।

মকরঃ আজ আপনার জীবনে জ্ঞানান্বেষণ ঘটার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক দিয়ে আজ খুবই ভালো থাকবেন।

কুম্ভঃ যারা নৃত্য কলার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। সুখ্যাতি লাভ করার সম্ভাবনা রয়েছে।

মীনঃ অবৈধ প্রণয়ের ফলে আজ আপনার জীবনে প্রবল সংকট আসতে চলেছে। নিজেকে সংযত রাখা একান্ত জরুরি।