Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৪ঠা অক্টোবর, জানুন আজকের রাশিফল

Updated :  Sunday, October 4, 2020 9:22 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– হালকা শারীরিক ব্যায়াম আজ আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। আর্থিক বিষয় নিয়ে কারোর সুপরামর্শ ব্যতীত কোনো খরচ বা বিনিয়োগ করতে যাবেন না। প্রেমে নতুন মোড় আসতে পারে।

বৃষ– মানসিক ক্লান্তি কাটানোর জন্য নিজের পছন্দ মত দিনটা ব্যয় করুন। অনর্থক ব্যয় না হয় সেদিকে নজর রাখুন। কোনো ঝঞ্ঝাটের পরিস্থিতিতে যাতে জড়িয়ে পড়তে না হয় তা মাথায় রাখুন।

মিথুন– দিনটা বেশ স্বচ্ছল ভাবে কাটবে। কিছুদিন ধরে অত্যন্ত কর্মমুখর হয়ে পড়েছিলেন যারা, আজ ব্যস্ততা কাটিয়ে উঠতে পারেন। প্রেমে পড়ার পক্ষে উপযুক্ত দিন।

কর্কট– আজ দিনটা পরিবারসমেত ভালো ভাবে কাটতে চলেছে। অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন আজ থেকেই, ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে।

সিংহ– অন্যের সমালোচনা থেকে দূরে থেকে নিজের প্রতি মনোযোগ দিন। আজ এমন কোনো মানুষের সঙ্গে আলাপ হতে পারে যিনি আপনার জীবনে কোনো প্রভাব ফেলবেন। স্ত্রীয়ের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলতে পারে।

কন্যা– কাজকর্মের চাপ ও দায়িত্বের জন্য মেজাজ বিগড়ে থাকতে পারে। দিনটা মনের মত কাজ করে, বা আড্ডা দিয়ে কাটানোর চেষ্টা করুন। আজ শরীর নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে।

তুলা– আজ শারীরিক ও মানসিক ভাবে বেশ চাঙ্গা থাকবেন। এই কারণে কাজে কর্মে ভালো মন লাগবে। আর্থিক বিষয় নিয়ে পরিবারের থেকে সুপরামর্শ পাবেন।

বৃশ্চিক– বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে উদার হাতে খরচ করা থেকে দূরে থাকুন। আজকের দিনটা নিজেকে সময় দিলে ভালো হয়। বেশি চাপ নিয়ে ফেলবেন না কোনো বিষয়ে, মাথা ব্যথায় ভুগতে হবে তাহলে।

ধনু– মন মেজাজ ঠিক না থাকলে নিজের পছন্দ মত সময় কাটানোর চেষ্টা করুন। স্ত্রীয়ের উপর মেজাজ দেখালে অশান্তি হওয়ার প্রবল সম্ভবনা। কোনো অনুষ্ঠানে যেতে পারেন আজ।

মকর– আজ বন্ধুদের দ্বারা বিশেষ উপকার লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার প্রেমের জীবন নতুন মোড় নিতে পারে।

কুম্ভ– পরিবার ও আত্মীয়দের সহায়তার জন্য আপনি সফলতা পাবেন। আর্থিক ভাবে উন্নতি করতে পারেন। কারোর সঙ্গে এমন ব্যবহার করতে যাবেন না যাতে সে আঘাত পায়।

মীন– পরিবারের সঙ্গে মতের অমিল হতে পারে কোনো কারণে, তা নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর্থিক লাভের সম্ভাবনা।