Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমজনতার ভোগান্তির দিন শেষ, দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু করবে রেল

দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু হতে আর বেশিদিন বাকি নেই। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে খুব শীঘ্রই। মেট্রো কতৃপক্ষের তরফে সরকারী ভাবে সেরকম কিছু না বললেও মেট্রো আধিকারিকেরা জানিয়েছেন যে ২ রা…

Avatar

দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু হতে আর বেশিদিন বাকি নেই। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে খুব শীঘ্রই। মেট্রো কতৃপক্ষের তরফে সরকারী ভাবে সেরকম কিছু না বললেও মেট্রো আধিকারিকেরা জানিয়েছেন যে ২ রা অক্টোবর থেকে চালু হতে পারে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো।

এটির সাথে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কোনো যোগ নেই। কলকাতার প্রথম মেট্রোর সাথে এর যোগ হবে। অর্থাৎ নোয়াপাড়ার পর ২ টি স্টেশন তৈরি হবে। একটি বরাহনগর, অপরটি দক্ষিণেশ্বর। এই বর্ধিত রুটের মেট্রো শুরু হলে তা চলবে কবি সুভাষ থেকে একেবারে দক্ষিণেশ্বর পর্যন্ত। এই পরিষেবা শুরু হলে হুগলী ও হাওড়া থেকে যে বৃহৎ সংখ্যক মানুষ প্রতিদিন উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতাতে কাজে আসেন তাদের যাতায়াতের খুব সুবিধা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : করোনা ভাইরাসের জন্য বন্ধ বিশ্বভারতীর বসন্ত উৎসব

জানুয়ারি মাসে মেট্রোর আধিকারিকেরা স্পট খতিয়ে দেখে এসেছিলেন। মোটামুটি কাজ শেষের পথে। লাইন পাতার কাজ কিছুটা বাকি আছে। যা জুলাই মাসের মধ্যে শেষ করে মেট্রোর ট্রায়াল রান শুরু কড়া হবে বলে সূত্রের খবর।

মমতা বন্ধ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় অর্থাৎ সেই ২০১০ সাল নাগাদ দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই কাজ শেষ করতে ১০ বছর লেগে গেলো তাও এখনও কাজ শেষ হয়নি।

মুম্বাইয়ের ক্ষেত্রে ” মাস র‍্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেমের” জন্য কাজ দ্রুত হারে হলেও কলকাতা তার থেকে অনেক পিছিয়ে আছে। যার জন্য মানুষের ভোগান্তির শেষ নেই। তবে পুজোর আগে এই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো  াচালু হলে মানুষের যাতায়াতের সুবিধা ও হবে এবং সময় অনেক বাঁচবে।

About Author