(Dance Video) কুমার শানুর গানে দুর্দান্ত শরীরী ভঙ্গিতে নাচলেন এই যুবতী, দেখে পাগল হলেন মানুষ

আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে…

Avatar

আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে, তবে সেই কনটেন্ট কিংবা ঝলক ভাইরাল হতে বাধ্য। এক্ষেত্রে কেউ নিজের প্রতিভার উপর নির্ভর করেই পৌঁছে যেতে চান বহু মানুষের মাঝে। আবার কেউ শুধুমাত্র পরিচিতিই অর্জন করতে চান একাংশের মাঝে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণের একাংশ নিজের পরিচিতি বৃদ্ধি করার স্বার্থেই ব্যবহার করে থাকেন সোশ্যাল মিডিয়াকে।

বর্তমান যুগে একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। আর সেইসমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ইনস্টাগ্রাম। আর আজকের প্রজন্ম নিজেদের অধিক পরিচিতি বৃদ্ধি করার স্বার্থে ফেসবুকের পরেই ব্যবহার করে থাকেন ইনস্টাগ্রামকে। অবশ্য তার একাধিক প্রমাণ মিলবে সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই। প্রতিদিন প্রতিমুহূর্তে এমন এক বা একাধিক ঝলক ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Lamichhane (@bipasha2000003)

সাম্প্রতিক এই ঝলকে বিপাশা ল্যামিচেনকে নিজের ঝটক দেখাতে দেখা গিয়েছে। ঝলকে এই যুবতী একেবারে খোলা আকাশের নীচে পাহাড়ে ঘেরা পরিবেশেই ফ্লোরাল প্রিন্টের শিফন শাড়ি লুকেই হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। তাল মিলিয়েছিলেন কুমার শানুর গাওয়া জনপ্রিয় গান ‘আঁখোসে তুনে ইয়ে কেয়া কেহে দিয়া’র তালেই। ঝলকে বিপাশার ভাব ভঙ্গি উষ্ণতা ছড়িয়েছে নেটজনতার একাংশের মাঝে। তার কাতিলানা রূপে আবারো ঘায়েল একাংশ। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।