Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রানী চ্যাটার্জির ‘মার দিয়ো রে রসগুল্লা’ গানে উন্মাদ নাচ, ভিডিও খুব ভাইরাল হয়েছে

Updated :  Tuesday, March 19, 2024 9:39 PM

ভোজপুরি সিনেমার ‘কুইন’ নামে পরিচিত রানি চ্যাটার্জি ওরফে সাবিহা শেখ খুব অল্প বয়সেই সেই পর্যায়ে পৌঁছেছেন, যা মানুষ সারা জীবন চেষ্টা করেও হয়তো পৌঁছাতে পারেননি। তাঁর প্রতিটি ছবিই দুর্দান্ত হিট প্রমাণিত হয়েছে এখনো পর্যন্ত। সম্প্রতি তাঁর একটি গানের ভিডিও ভাইরাল হচ্ছে নতুন করে।

রানী চ্যাটার্জি যখনই পর্দায় আসেন তার লুক দেখে মানুষ পলক ফেলতে ভুলে যায় কার্যত। ২০০৪ সালে ভোজপুরি ছবি ‘সসুরা বড়া পয়সাওয়ালা’ দিয়ে কেরিয়ার শুরু করেন রানি চট্টোপাধ্যায়। তারপর থেকে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন রানি। রানি চট্টোপাধ্যায়ের প্রতিটি ছবিতেই প্রচুর অ্যাকশন, নাচ এবং রোমান্স রয়েছে, যে কারণে ইন্ডাস্ট্রিতে তাঁর একটি শক্তিশালী ফ্যান ফলোয়িং রয়েছে।

এরই মধ্যে রানি চট্টোপাধ্যায়ের একটি ছবির গান বেশ ভাইরাল হচ্ছে। যেখানে তাকে আইটেম গার্ল হিসেবে নাচতে দেখা যাচ্ছে। গানটি নেওয়া হয়েছে ‘সত্যমেব জয়তে’ ছবি থেকে। যার গানের কথা ‘মার দিয়ো রে রসগুল্লা চলা কে’, এই গানটি আজও খুব জনপ্রিয় হয়ে রয়েছে। এই ভাইরাল গানটি ওয়েব মিউজিক চ্যানেলে আপলোড করা হয়েছে। যা এখন পর্যন্ত ২৪ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। এই গান হিট হওয়ার সবচেয়ে বড় কারণ এই ভিডিওতে সত্যি দেখার মতো নাচ করেছেন রানি চ্যাটার্জি।

‘মার দিও রে রসগুল্লা চলা কে’ গানটি গেয়েছেন ইন্দু সোনালি ও রাজেশ। এর সংগীত পরিচালনা করেছেন রাজেশ রজনীশ, এবং গানের কথা লিখেছেন প্যারে লাল যাদব। ছবির পরিচালক বাবলু সোনি।