(VIDEO) শার্টের বোতাম খুলে ক্যামেরার সামনে এমন নাচলেন এই মেয়ে, চাল দেখে সবাই স্তব্ধ

আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে…

Avatar

আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে, তবে সেই কনটেন্ট কিংবা ঝলক ভাইরাল হতে বাধ্য। এক্ষেত্রে কেউ নিজের প্রতিভার উপর নির্ভর করেই পৌঁছে যেতে চান বহু মানুষের মাঝে। আবার কেউ শুধুমাত্র পরিচিতিই অর্জন করতে চান একাংশের মাঝে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণের একাংশ নিজের পরিচিতি বৃদ্ধি করার স্বার্থেই ব্যবহার করে থাকেন সোশ্যাল মিডিয়াকে।

বর্তমান যুগে একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। আর সেইসমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ইনস্টাগ্রাম। আর আজকের প্রজন্ম নিজেদের অধিক পরিচিতি বৃদ্ধি করার স্বার্থে ফেসবুকের পরেই ব্যবহার করে থাকেন ইনস্টাগ্রামকে। অবশ্য তার একাধিক প্রমাণ মিলবে সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই। প্রতিদিন প্রতিমুহূর্তে এমন এক বা একাধিক ঝলক ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক ঝলকে নেহা চৌহান নামের এক যুবতীর দেখা মিলেছে। ঝলকে যুবতীকে কালো শর্টস, কালো ব্রালেট ও কালো শার্টেই ক্যামেরার সামনে হাজির থাকতে দেখা গিয়েছিল। কালো স্নিকার্স ও কালো টুপিতেই এদিন নিজের শার্টের বোতাম খুলে রেখেছিলেন নেহা। এই বেশেই এদিন মিঠুন চক্রবর্তী অভিনীত ছবির গানের তালে তাল মিলিয়েছিলেন তিনি। পর্দায় গানটি গেয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। নিজের এই সাম্প্রতিক নাচের ঝলকের কমেন্ট সেকশন বন্ধ রাখায় নেটনাগরিকদের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সেকথার উপর ভিত্তি রেখেই বলা যায় নিজের অনুরাগীদের একাংশের আবারো মন কেড়েছেন নেহা চৌহান।

About Author