এতদিন পর্যন্ত ভারতীয় সিনেমায় একাধিপত্য বিস্তার করে রেখেছিল বলিউড অর্থাৎ হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি। একের পর এক হিট ফিল্ম এবং হিন্দি ভাষার সুপ্রিমেসি কাজে লাগিয়ে গোটা দেশে জনপ্রিয়তার শীর্ষে ছিল বলি ইন্ডাস্ট্রি। তবে শেষ কয়েক বছরে এই ট্রেন্ডে অনেকটাই পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে বলি সিনেমার চাকচিক্য ছেড়ে দর্শকদের পছন্দ হতে শুরু করেছে বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্র। খুব বেশি ভাবে নজরে পড়ছে যে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি নিজেদের অভ্যন্তরীণ বাজারের সীমানা পেরিয়ে, গোটা দেশে জনপ্রিয়তা পাচ্ছে। এই সিনেমাগুলির সাফল্য বা আয়ের পরিসংখ্যান শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনার।
জনপ্রিয়তার শীর্ষে পুষ্পা ২ এর মিউজিক ভিডিও
২০২১ বলিউডের কফিনে পেরেক পুঁতেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ‘ সিনেমা। দেশজুড়ে এই সিনেমা জনপ্রিয়তা পেয়েছিল। আর চলতি বছরে রিলিজ করতে চলেছে পুষ্পা ২। সেই নিয়েও দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে রয়েছে। কিছুদিন আগে এই সিনেমার একটি মিউজিক ভিডিও রিলিজ করেছে। আর সেই ভিডিওর তালে রিলের বন্যা শুরু হয়েছে ইনস্টাগ্রামে। আজকের এই প্রতিবেদনে এমনই একটি রিল ভিডিও সমন্ধে আপনাদের জানাবো যা দেখে উত্তেজনা চরমে পৌঁছে যাবে আপনার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল ভিডিওর বিবরণ
এবারের ভাইরাল ভিডিওতে একটি ট্রেন্ডি গানের তালে তুমুল নাচ করেছেন জনপ্রিয় রিল অভিনেত্রী। সে ‘পুষ্পা ২‘ সিনেমার ‘আঙ্গারণ‘ গানের তালে তুমুল নাচ করেছেন। তাঁর পরনে রয়েছে শাড়ি। শাড়ির নিচে আকাশী রঙের অন্তর্বাস পরে ক্লিভেজ ফ্লান্ট করেছেন তিনি। সে আঁচল গুটিয়ে রেখে ব্যাপক বোল্ড কায়দায় নাচ করেছেন। সে নাচের মাঝে নিজে লাস্যময়ী কায়দায় নাচ করেছেন। এই ভিডিও দেখে লজ্জায় লাল হয়ে যাবেন আপনিও। ভিডিওটি প্রচুর মানুষ দেখেছেন ও ১০ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। আপনিও এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
View this post on Instagram