Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাথরুমের মধ্যে অতর্কিতে ঢুকে পড়ল বড় আকারের কিং কোবরা, কেঁপে উঠল মানুষ

Updated :  Thursday, March 31, 2022 10:14 PM

সোশ্যাল মিডিয়া হলো এমন একটা জায়গা যেখানে আপনারা একাধিক ভিডিও দেখতে পান এবং এইসব ভিডিও হয়ে থাকে ভাইরাল। এই সমস্ত ভাইরাল ভিডিওর মধ্যেও সবথেকে ভালো হলো পশুপাখির ভিডিও। এই ধরনের পশুপাখির ভিডিওতে আপনারা শুধুই যে প্রাণীদের ভিডিও দেখতে পান সেরকম না। এছাড়াও থাকে একাধিক ধরনের ভিডিওর ভান্ডার। তার মধ্যেই অন্যতম হলো সাপের ভিডিও। আপনারা মানুন আর না মানুন, সাপকে চোখের সামনে দেখলে সকলের একটু না একটু ভয় করেই। শুধু জলঢোরা সাপ চোখের সামনে হঠাৎ এসে গেলেই সকলে চমকে যান। অন্যদিকে যদি সামনে কোনো কেউটে সাপ চলে আসে তাহলে আর কথাই নেই। তাহলে যেকোনো মানুষ একেবারে দৌড়ে পালাবে নিজের প্রাণ বাঁচিয়ে

সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি ভিডিও এখন সামনে এসেছে এবং এই ভিডিওতে আমরা এরকমই একটি কাপিয়ে দেওয়া ভিডিও চোখে পড়েছে। এই ভিডিও দেখে সকলেই অবাক। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ির বাথরুমে একটি গোটা কেউটে সাপ ঢুকে গেছে। এই কিং কোবরা সাপের ভিডিও যেকোনো মানুষই একেবারে চমকে যেতে বাধ্য।

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর একটি কিং কোবরা একজনের বাড়ির বাথরুমের মধ্যে ঢুকে পড়ছে এবং সেখানে দেওয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। ওই বাথরুম থেকে বেরোনোর চেষ্টা করছে ওই সাপ, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছেনা কি করে বাইরে বেরোনো সম্ভব হবে। বাড়ির লোকেদের নজর যখন ওই সাপের উপর পড়ে তখন তারা রীতিমত অবাক হয়ে যান। অনেকেই মুহূর্তের মধ্যে চমকে গিয়ে সেই সাপটাকে তাড়ানোর চেষ্টা করেন। তার মধ্যেই একজন একটি বিশেষ ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন। ইতিমধ্যেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে উঠেছে।

স্নেক ইউনিটি নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিওটি ৫০ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। এই ভিডিও দেখে সকলেই নিজেদের রিয়াকশন জানিয়েছেন কমেন্ট বক্সে।