Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Srijit Mukherjee’s Birthday: সৃজিতের জন্মদিনে তাকে ছাড়াই মেয়েকে নিয়ে উদযাপন মিথিলার, গিটার বাজিয়েই শুভেচ্ছা জানালেন পরিচালককে

Updated :  Friday, September 23, 2022 9:33 PM

আজ, ২৩’শে সেপ্টেম্বর জন্মদিন টলিউডের প্রখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তায়। তারকা থেকে সাধারণ সকলেই জন্মদিনের শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন পরিচালককে। তবে জন্মদিন হলেও কাজের বিরাম নেই। বাইরে ছবির শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক। মনখারাপ মিথিলার। আনন্দবাজার অনলাইনকে জানালেন সবটাই।

জন্মদিনের দিনটা কিভাবে কাটাচ্ছেন সৃজিত পত্নি? এই প্রশ্ন উঠতেই অভিনেত্রী সরাসরি জানিয়েছেন, এ বছর কোন আয়োজনই করেননি তিনি। গত দু’মাস ধরে পরিচালক শুটিংয়ের কাজে বাইরে রয়েছেন। আর সেই কারণবশতই পরিচালকের জন্মদিন পালন তো দূরের কথা কোন পরিকল্পনা করারই সুযোগ পাননি আয়রা ও মিথিলা। শুধুমাত্র রাত বারোটার সময় গিটার বাজিয়ে পরিচালককে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রফিয়াদ রশিদ মিথিলা। পাশাপাশি আয়রা বাবার জন্য বানিয়েছেন একটি জন্মদিনের কার্ডও।

অভিনেত্রীর কথায়, পরিচালক যদি মুম্বাইয়ে থাকতেন তাহলে সেখানে গিয়ে কিছু একটা পরিকল্পনা করার কথা ভাবতেন মিথিলা। তবে পরিচালক যেহেতু শিলংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং করছেন, তার জন্য কোন পরিকল্পনা তো দূরের কথা কোন উপহারও পাঠাতে পারেননি তিনি। তবে পরিচালককে ছাড়াই নিজেদের মতো করে তার জন্মদিন উদযাপন করছেন আয়রা ও মিথিলা। বাড়িতে মাংসের প্রিপারেশনও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, তাদের মেয়ে আয়রাও আগামীকাল নিজের বন্ধুদের সাথে আনন্দ করবেন।

Srijit Mukherjee's Birthday: সৃজিতের জন্মদিনে তাকে ছাড়াই মেয়েকে নিয়ে উদযাপন মিথিলার, গিটার বাজিয়েই শুভেচ্ছা জানালেন পরিচালককে

পরিচালক ব্যস্ত, তবে কম ব্যস্ত নন মিথিলাও। বাংলাদেশের ছবির পাশাপাশি কলকাতার ছবি তার সাথে অফিসের কাজের সূত্রে একাধিকবার দৌড়াতে হচ্ছে আফ্রিকাতেও। আর এই সবকিছুর পাশাপাশি চলছে মেয়ে আয়রার স্কুলও। আপাতত কাজের মধ্যে দিয়েই উদযাপন হল পরিচালকের জন্মদিন। এখন না হলেও পরে সময়মতো এই দিনটি পালন করবেন তারা। তার ঝলক যে সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে, সেকথা বলার অপেক্ষা রাখছে না।