ফের একবার ভোটার কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন! না জানলে মহাবিপদ
এনআরসির নামে আতঙ্কে রয়েছে দেশের মানুষ। এরই মাঝে অনলাইনে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে আতঙ্ক বেড়েছে বিভিন্ন রাজ্যে। একই সাথে দুশ্চিন্তা বেড়েছে দেশবাসীর মনে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানুষের মনে দুশ্চিন্তা নিরসনের চেষ্টার ত্রুটি নেই কোন।
গত ১৬ অক্টোবর পর্যন্ত ছিল অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা। তা আরও ৩৩ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। ইলেক্টর্স ভেরিফিকেশন প্রোগ্রাম বা ইভিপি-এর বর্ধিত সময়সীমা হল ১৮ নভেম্বর পর্যন্ত। বেশ কিছু দিন ধরেই চলছে এই ইভিপি-র কর্মসূচি।
এখনও পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নিয়ে ভোটার তালিকায় তাদের নাম ঠিকানা পরিবর্তন করেছে প্রায় পশ্চিমবঙ্গের প্রায় ৩৭ শতাংশ মানুষ। দুর্বল পরিকাঠামোর কারণে বহু মানুষ এই সংশোধন প্রক্রিয়ায় এখনও অংশ নিতে পারেননি বলে জানা গেছে। এর ফলে রাজ্য জুড়ে সমস্যার সৃষ্টি হয়েছে।
সাথেই আতঙ্ক বেড়েছে মানুষের মনে। সময়সীমা বাড়িয়ে সেই সমস্যা দূর করার চেষ্টা করছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ২৫ শে নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে সংশোধনের কাজে হাত দেবে তারা।