DA Hike: মহার্ঘ ভাতা বাড়বে নতুন বছরের শুরুতেই, জানুন কোথায় কতটা হচ্ছে মহার্ঘ ভাতা পরিবর্তন

২০২৫ সালের শুরুতেই আসতে চলেছে ভালো খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকারের তরফ থেকে এবারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী নতুন বছরের উপহার…

Avatar

২০২৫ সালের শুরুতেই আসতে চলেছে ভালো খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকারের তরফ থেকে এবারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী নতুন বছরের উপহার হিসেবে রাজ্য সরকারি কর্মচারীরা বেশি মহার্ঘ ভাতা পাবেন এবার থেকে। কবে সেই ঘোষণা করা হবে সেই বিষয়ে আপাতত কোন দিনক্ষণ চূড়ান্ত না হলেও বছরের শুরুর দিকে সেই সুখবর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নতুন বছরের শুরুতেই এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে। একাধিক রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এই বছরের শুরুর দিকে বাড়তে পারে। আপাতত এই কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে এবারে ৩ শতাংশ বৃদ্ধির পর মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ হতে পারে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার কোন ফারাক আর থাকবে না আগামী বছরের শুরু থেকে। ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরো এক দখায় মহার্ঘ ভাতা বাড়তে পারে। যারা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন, তারা আবারও বেশি মহার্ঘ ভাতার আশা করতে পারেন। তবে এরপর যে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে, সেটাই হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার তফাৎ।

এমনিতে কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। বছরের শুরুতে জানুয়ারি থেকে একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় এবং দ্বিতীয়বার বৃদ্ধি হয় মোটামুটি জুলাই মাস থেকে। জানুয়ারি থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে হতে মার্চ মাস বা এপ্রিল মাস লেগে যায়। অন্যদিকে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দ্বিতীয় মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়।