ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিরাজ্য

DA Hike: অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! প্রায় ৬ শতাংশ বৃদ্ধির ঘোষণা

Advertisement

অন্যান্য রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গেও বাড়তে চলেছে মহার্ঘ ভাতা (DA)। এক লাফে বাড়বে সরকারি কর্মীদের বেতন। পরের মাস থেকেই অতিরিক্ত অর্থ জমা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, সরকারি কর্মীদের জন্য প্রায় ৬ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। সব ঠিকঠাক থাকলে নববর্ষের আগেই বাড়তি বেতন সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।

ডিএ বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন সরকারি কর্মীরা। এতদিন এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রথমদিকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ডিএ বাড়ানো সম্ভব নয়। তবে এবার সেই সিদ্ধান্তে বদল এসেছে।

মুখ্যমন্ত্রীর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মার্চ বা এপ্রিল মাস থেকেই সরকারি কর্মীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি হবে। অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও সরকারি কর্মীরা পেতে চলেছেন বাড়তি মহার্ঘ ভাতা।

এর পাশাপাশি, হোমগার্ডদের জন্য বড়সড় সুখবর ঘোষণা করা হয়েছে। তাদের অবসরকালীন ভাতা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এক লাফে ২ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও হোমগার্ডদের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণাগুলি সরকারি কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এবার ডিএ বৃদ্ধির মাধ্যমে আরও একবার সকলের মুখে হাসি ফুটবে।

Related Articles

Back to top button