বর্তমানে গোটা বিশ্বে আতঙ্কের বিষয় নোভেল করোনা ভাইরাস। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত এখনও পর্যন্ত ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। সুস্থ হয়েছেন ৬৬ জন। আরও একজনের মৃত্যু হল করোনা ভাইরাসের প্রকোপে। জানা গিয়েছে, তিনি কর্নাটকের টুমাকুরুতে বাসিন্দা। বৃদ্ধটির বয়স হয়েছিল ৬৫ বছর। জানা গিয়েছে, ওই বৃদ্ধ গত ৫ মার্চ দিল্লি যান ট্রেনে করে। তারপর দিল্লি থেকে ফিরেছেন গত ১১ মার্চ। তার সঙ্গে যে সহযাত্রীরা ছিলেন তাদের খোঁজে প্রশাসন।
গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪২হাজার ৭৭৮ জন। মৃত্যু হয়েছে ২৪ হাজারেরও বেশি। বর্তমানে আমেরিকাতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। যা ইতালিকেও চাপিয়ে গেছে। আমেরিকায় COVID-19 ভাইরাসে আক্রান্ত ৮২ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন প্রান হারিয়েছেন করোনা আক্রান্ত হয়ে।
মারন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক ডাউন ঘোষণা করেছেন। গোটা দেশে ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে লকডাউন। করোনার তৃতীয় পর্যায়ের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।