নিউজপলিটিক্সরাজ্য

আমবাগান থেকে BJP কর্মীর ঝুলন্ত দেহ, আগামীকাল ১২ ঘণ্টার বন্‌ধের ডাক

Advertisement

আবারও বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের এক গ্রামে। রবিবার সকালে নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরের এক আমবাগান থেকে উদ্ধার করা হয় এই বিজেপি কর্মীর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই ৩৪ বছর বয়েসী মৃত ব্যক্তির নাম বিজয় শীল। ইতিমধ্যেই বিজয়কে খুনের অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছে গেরুয়া শিবির। এছাড়াও বিজেপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা কল্যাণী বন্‌ধের ডাক ও দেওয়া হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান যে কেবল কল্যাণী নয়, রাজ্যের সমস্ত থানার সামনে এই দিন বিক্ষোভ দেখাবে বিজেপি। এই দিন সকালেই কল্যাণী থানায় আসেন বিজেপি নেতা শুভ্রাংশু রায়। পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন তিনি। জেলা ম্যাজিস্ট্রেটের সামনে মৃত কর্মীর ময়নাতদন্তের দাবি করেছেন বিজেপি নেতা। জানা গিয়েছে যে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃতের পরিবার হতে জানা গিয়েছে যে রান্নার গ্যাস সরবরাহকারী এক সংস্থায় কাজ করতেন বিজয় শীল। পরিবার থেকে আরও জানা গিয়েছে যে , তাঁকে এর আগেও হুমকি দিয়েছিল কয়েকজন। তবে এর পিছনে রাজনৈতিক কোনো যোগ আছে কিনা সে বিষয়ে পরিবার হতে কিছু জানানো হয়নি।

অন্যদিকে গয়েশপুরের তৃণমূল সভাপতি দাবি করেছেন যে বিজয় শাসক দলের সমর্থক ছিলেন। তিনি আরও জানিয়েছেন যে এটি আত্মহত্যা। তাঁর অভিযোগ, বিজেপি একজন মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করছে।

Related Articles

Back to top button