বেশ কিছুদিন ধরে হিংসার আগুনে পুড়েছে দিল্লি, যার জেরে ক্ষতি হয়েছে অনেক সরকারি সম্পত্তি থেকে মানুষ জনের। এই হিংসাত্মক পরিস্থিতির ফলে মৃত্যু হয়েছে অনেক মানুষের। এদিন বৃহস্পতিবার মিলেছে একটি মৃতদেহ, যার পরিচয় জানা যায়নি। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৩, তবে তদন্ত কারীরা বলছেন এটি আরও বাড়তে পারে।
রাজধানীর এহেন হিংসার ঘটনায় এখনও পর্যন্ত দায়ের হয়েছে ৬৫৪টি। গ্রেফতার করা হয়েছে ১৮২০ জনকে। দিল্লি চেম্বার অফ কমার্স হিসেব, এতদিন যাবত দিল্লির এই হিংসায় লোকসান হয়েছে প্রায় ২৫,০০০ কোটি টাকা। পুড়িয়ে ফেলা হয়েছে ৯২টি বাড়ি, ৫৭টি দোকান, ৫০০ গাড়ি, ৬টি গুদামঘর, দুটি স্কুল, চারটি কারখানা ও চারটি ধর্মীয় স্থান। তবে এইসব কিছুর উর্দ্ধে বিড়ম্বনা সৃষ্টি করেছে মৃতদেহের সংখ্যা।
আরও পড়ুন : পাক জমিতে জঙ্গি ঘাঁটি ধ্বংসের ভিডিও প্রকাশ করলো ভারতীয় সেনা (দেখুন ভিডিও)
গত রবিবার দিল্লির হিংসায় উদ্ধার হয়েছিল আরও তিনটি দেহ। রবিবার গোকুলপুরীর নর্দমা থেকে ১ টি ও ভাগীরথী খাল থেকে উদ্ধার হয়েছে ২ টি দেহ। এদিন বৃহস্পতিবার আরও একটি দেহ উদ্ধার হল। ফলে দিল্লির হিংসায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫৩। আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ।
এদিন বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে দিল্লির আইবি অফিসার হত্যায় অভিযুক্ত এবং আম আদমি পার্টি থেকে বহিষ্কৃত নেতা তাহির হোসেনকে। দিল্লির আদালতে এদিন বৃহস্পতিবার আত্মসমর্পণ আর্জি জানিয়ে আবেদন করেন। তবে তার আবেদন আদালতের পক্ষ থেকে খারিজ করা হয়।
এরপর দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। দিল্লিতে আইবি অফিসার হত্যায় অভিযুক্ত বহিষ্কৃত আপ নেতা তাহির হোসেনের বিরুদ্ধে অশান্তি ও ভাঙচুরের অভিযোগ উঠে এসেছে। যদিও আইবি অফিসার হত্যায় নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন তিনি।