Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মলদ্বীপের সমুদ্রের ধারে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা

Updated :  Thursday, April 15, 2021 11:29 AM

কিছুদিন আগেই মলদ্বীপে ঘুরতে গেছেন ‘সাঁঝবাতি’র চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Sinha roy)। দেবচন্দ্রিমা মলদ্বীপ গিয়েছেন তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সায়ন্ত মোদক (sayanta modak)-এর সঙ্গে।

সায়ন্ত ও দেবচন্দ্রিমার প্রেমের সূত্রপাত হয়েছিল কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কাজললতা’-র সেটে। কিন্তু কোনোদিন তাঁরা তাঁদের সম্পর্ককে লুকিয়ে রাখেননি। তিন বছর হয়ে গেল তাঁদের সম্পর্কের। বহুদিন ধরেই তাঁদের ইচ্ছা ছিল মলদ্বীপ বেড়াতে যাওয়ার। তাই শুটিং থেকে একটু ছুটি পেতেই তাঁরা ছুটেছেন মলদ্বীপ। তবে মলদ্বীপ বললেই সবাই এখন করোনার ভয় পাচ্ছেন। কারণ সম্প্রতি মলদ্বীপে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা সেন (oindrila sen)। তবে দেবচন্দ্রিমা বা সায়ন্তর ব্যাপারে এখনও সেরকম কোনো খবর পাওয়া যায়নি।

মলদ্বীপ থেকে বালিমাখা শরীরের ছবি শেয়ার করেছেন দেবচন্দ্রিমা। এছাড়াও নিত্যনতুন বিকিনি পরে হট ছবি শেয়ার করেছেন তিনি। তবে এর মধ্যেই ছিল দেবচন্দ্রিমার জন্মদিন। জন্মদিনের সকালে সুইমিং পুলে ব্রেকফাস্ট করেছেন সায়ন্ত ও দেবচন্দ্রিমা। এছাড়াও দুজনে মিলে স্কুবা ডাইভিং করেছেন। দেবচন্দ্রিমার জন্মদিনে সায়ন্ত ও দেবচন্দ্রিমা একান্তে কেক কেটে সেলিব্রেশন করেছেন, দুজনে মিলেই করেছেন পার্টি, তুলেছেন সেলফি। জন্মদিনের পার্টিতে গোলাপি রঙের অফ শোল্ডার শিফন ড্রেস পরেছিলেন দেবচন্দ্রিমা। তাঁর সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি মলদ্বীপের নীল সমুদ্রের সৈকতে জনপ্রিয় হিন্দি ফিল্মি সং ‘ধীরে ধীরে’-র সঙ্গে ইন্সটাগ্রাম রিল বানিয়ে শেয়ার করেছেন দেবচন্দ্রিমা। ভিডিওতে সায়ন্তর হাত ধরে সমুদ্র সমুদ্রসৈকতে হাঁটতে দেখা যাচ্ছে দেবচন্দ্রিমাকে। সায়ন্তর পরনে রয়েছে সাদা রঙের ভেস্ট ও ট্রাউজার। অপরদিকে দেবচন্দ্রিমা পরেছেন কালো রঙের লঙ ড্রেস। গানের সাথে রোম‍্যান্টিক হয়ে একসময় দেবচন্দ্রিমা জড়িয়ে ধরেছেন সায়ন্তকে। ভিডিওটি শেয়ার করে দেবচন্দ্রিমা লিখেছেন, তাঁদের সম্পর্ক ভাষায় বর্ণনা করা যায় না।