Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gurmeet & Debina Wedding: দশ বছর পর কি সত্যি বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় দম্পতি দেবিনা-গুরমিত? নাকি নতুন প্রজেক্টের কাজ

হিন্দি বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় জুটি হলেন গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়। এই জুটির প্রথম সাক্ষাৎ হয় ‘রামায়ণ’ ধারাবাহিকের সেটে। আর রিল রাম সীতার প্রেমের মতো বাস্তবে প্রেমে পড়েন। ২০০৬…

Avatar

By

হিন্দি বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় জুটি হলেন গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়। এই জুটির প্রথম সাক্ষাৎ হয় ‘রামায়ণ’ ধারাবাহিকের সেটে। আর রিল রাম সীতার প্রেমের মতো বাস্তবে প্রেমে পড়েন। ২০০৬ সাল থেকে জুটির প্রেম পর্বের শুরু। বড় পর্দায়ও কাজ করেছেন গুরমিত। ধারাবাহিক এবং রিয়েলিটি শোতে একসঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন এই তারকা দম্পতি। সেই প্রেমকে বিয়েতে পরিণত দেন দেবীনা এবং গুরমিত চৌধুরী। বছর দশেক ধরেই অভিনয়ের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন টেলিদুনিয়ার দুই জনপ্রিয় তারকা।

তবে দেবীনা জন্মসূত্রে বাঙালি হলেও বিয়েটা বাঙালি রীতি অনুযায়ী হয়নি তাঁদের। তাই অভিনেত্রীর অনেকদিনের ইচ্ছে ছিল যে বাঙালি মতে নিজের মনের মানুষের সাথে সাত পাকে বাঁধা পড়বেন। ২০১১ সালে দুজনের ডেস্টিনেশন ওয়েডিং সারার প্ল্যান ছিল। কিন্তু পরিকল্পনা মাফিক কোনো কারণে তা সম্ভব হয়নি। সেই বছর ১৫ ফেব্রুয়ারি পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সারেন। এরপর দশ বছর প্রেম ভালোবাসা আর খুনসুটিতে সংসার করেন। তবে দুজনের সেই সুপ্ত ইচ্ছে পূরণ না হওয়ায় মনে একটু দুঃখ ছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Gurmeet & Debina Wedding: দশ বছর পর কি সত্যি বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় দম্পতি দেবিনা-গুরমিত? নাকি নতুন প্রজেক্টের কাজ

অবাঙালী গুরমিত কলকাতায় এসেছেন বহুবার। বাঙালী মতে জামাই আদর পেয়েছেন। তবে বাঙালী মতে বিয়ের ইচ্ছে দশ বছর পূর্ণ হল গুরমিতের। সাত পাকে বাঁধা পড়েন দুজনে। সম্প্রতি সস্ত্রীক তিলোত্তমাতে এসেছেন। কখনো টানা রিক্সা টেনেছেন তো কখনো দেবিনার সাথ কলকাতার অলি গলিতে ফটোশুট ও করেছেন। এবার কলকাতা ঘুরে যাওয়ার পরই সোমবার নিজের সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন দুজনে। সোমবারের ব্যস্ত দুপুরে হঠাৎ-ই চমকে দিলেন গুরমিত আর দেবীনা।

এক্কেবারে বাঙালি বর-কনে বেশে ছবি আপলোড করলেন। দেবিনার পরনে লাল টুকটুকে বেনারসি আর সোনার গহনা আর কপালে আঁকা চন্দনের উলকি। আর গুরমিতের পরনে পাঞ্জাব গলা থেকে ঝুলছে রজনীগন্ধার মালা। কনে বেশে স্বামী গুরমিতকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন দেবীনা। আবার দুজনে পাশাপাশি বর কনে বেশে দেখা গেল। ক্যপাশানে লেখা ‘ফাইনালি’। তাঁদের প্রশ্ন, তাহলে কি ফের বাঙালি মতে বিয়েটা করলেন গুরমিত-দেবলীনা?

না তাঁরা বাস্তবে বিয়ে করেননি। এটা এদের আসন্ন প্রজেক্ট শুভ বিজয়া। সম্প্রতি গুরমিত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁদের বাঙালী মতের বিয়ের ছোট ঝলক শেয়ার করলেন৷ ক্যপশানে লিখলেন, ‘ভালোবাসা সবসময় আমাদের জন্য বাতাসে থাকে’। এই প্রজেক্টের কাজের মাধ্যমেই নিজেদের বিয়ের স্বপ্ন পূরণ করলেন। এরপর অনুগামীরাও ভালোবাসা জানিয়েছেন। শুধু কি নেটিজেন সহকর্মীরা ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা দম্পতিকে।

About Author