Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Debolina Dutta: আবারো বিয়ের পিঁড়িতে দেবলীনা দত্ত, সিঁদুর দান হলো ঘটা করে

Updated :  Tuesday, February 15, 2022 7:30 PM

দেবলীনা দত্ত টলিউড ইন্ডাস্ট্রির বহুদিনের পরিচিত অভিনেত্রী। ছোটপর্দা ও বড়পর্দার পাশাপাশি নাটকের মঞ্চেও দেখা মেলে অভিনেত্রীর। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী। তবে গত বছরের শেষের দিকে তথাগত মুখার্জ্জীর সাথে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে তুমুল চর্চা চলেছিল। তাদের সম্পর্কের তিক্ততা এসেছে তা তাদের কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। চলে গিয়েছিল তথাগত সম্পর্কে জড়িয়েছেন বর্তমানের এক উঠতি অভিনেত্রীর সাথে। বর্তমানে তারা আলাদা থাকেন। তবে সম্প্রতি আবারও বিয়ের সাজে দেখা মিলেছে দেবলীনা দত্তের। তবে কি তিনি আবারও বিয়ে করলেন?

সম্প্রতি একেবারে ট্র্যাডিশনাল বিয়ের সাজে বিয়ের পিঁড়িতে বসতে দেখা গিয়েছে দেবলীনা দত্তকে। বর হিসাবে দেখা গিয়েছে মনোজ ওঝাকে। এই ছবি দেখে নেটিজেনদের মনে প্রশ্ন উঠলেও সেটা সত্যি নয়। অভিনেত্রী আসলে বর্তমানে শুটিংয়ের খাতিরে এমন বিয়ের দৃশ্য করেছেন। কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন দেবলিনা। সেখানেই তার প্রেমিক ও বরের চরিত্রে দেখা যাবে অভিনেতা মনোজ ওঝাকে। তিনিও অভিনয় জগতের বহুদিনের অভিনেতা।

সম্প্রতি অভিনেত্রী এই ছবি শেয়ার করে সকলকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানিয়েছেন। ধারাবাহিকের একটি দৃশ্য হিসেবেই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি যে এটি মজার ছলেই পোস্ট করেছেন তা ছবির ক্যাপশন থেকেই স্পষ্ট হয়েছে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে দেখা যাবে ধারাবাহিকের একাধিক দৃশ্য ও ভিডিও তিনি শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তবে ভ্যালেন্টাইন্স ডের দিন এমন বিয়ের সাজে ছবি শেয়ার করায় অনেকেই চমকে গিয়েছিলেন।