Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পর্দার সর্বজয়ার ভোলবদল! চেনা দায় অভিনেত্রী দেবশ্রী রায়কে, রইল ছবি

Updated :  Thursday, March 17, 2022 8:07 PM

একসময়ে টলিউডের নামজাদা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন দেবশ্রী রায়। প্রথম সারির সুন্দরী অভিনেত্রী ছিলেন তিনি। একাধিক হিট, রোমান্টিক ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন রাজনীতির ময়দানেও চালিয়ে খেলেছেন অভিনেত্রী। তবে বর্তমানে সব ছেড়ে আবারো লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে ফিরেছেন দেবশ্রী রায়। স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত ‘সর্বজয়া’ ধারাবাহিকে নাম ভুমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে।

তবে সম্প্রতি পর্দার সর্বজয়া একেবারে অন্য সাজে। বলাই বাহুল্য, বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় ধরা দিয়েছেন তিনি। কালো অফ শোল্ডার টপ ও ট্রাউজারে দেখা গিয়েছে তাকে। কাঁধে রাখা ছিল সি-গ্রীন রঙের একটি ব্লেজার। তার সাজগোজে ছিল আধুনিকতার ছোঁয়া। জানা গিয়েছে, কোন একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন তিনি। নিঃসন্দেহে বলা চলে, অভিনেত্রীর এই নতুন লুকে রীতিমত মুগ্ধ তার ভক্তরা। মঙ্গলবার নিজেই এই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এই ছবি রীতিমতো ভাইরাল নেটিজেনদের মাঝে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই আরো জানা গিয়েছে, ধারাবাহিকে এখন থেকে মাঝে মাঝেই এমন সাজে দেখা যাবে পর্দার সর্বজয়াকে। পরিবারের হাত থেকে নিজের স্বামীর ব্যবসাকে বাঁচানোর জন্যই এই ভোলবদল হবে সর্বজয়ার। তবে পুরো বিষয়টা এখনো খোলসা করে জানা যায়নি। ‘সর্বজয়া’র আগামী এপিসোডগুলোতে বড় চমক আসতে চলেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রীর কামব্যাকের খবর প্রকাশ পেতেই একদল ট্রোলার রীতিমতো কটাক্ষের জালে জড়িয়েছিলেন অভিনেত্রীকে। তারা এবারেও সুযোগ ছাড়লেন না। অভিনেত্রীর এই ভোলবদল নিয়েও কটাক্ষ করলেন তারা। তবে সবসময়ের মতো অভিনেত্রীর ভক্তরা রুখে দাঁড়ালেন সেইসমস্ত কটাক্ষকারীদের বিরুদ্ধে। তাদের মতে, ৬০ বছর বয়সেও অভিনেত্রী যেভাবে নিজেকে ফিট রেখেছেন তা দেখে সকলেরই কিছু শেখা উচিৎ। পাশাপাশি নিজেদের প্রিয় অভিনেত্রীকে ভালোবাসা জানিয়েছেন প্রাণভরে।

সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ট্রোলিং নিয়ে মাথা ঘামাতে রাজি নন অভিনেত্রী। যারা তাকে কটাক্ষ করছেন তাদের কোনো জবাবও দেন না তিনি। তার লক্ষ্য একটাই, অভিনেত্রী হিসেবে ভালো আরো ভালো কাজ করা, যাতে দর্শকরা খুশি হন। তাতে কে কি তাকে বলল সেই নিয়ে ডোন্ট কেয়ার ভাব বরাবরই বজায় রাখেন দেবশ্রী রায়।