অবশেষে স্বস্তির খবর! ভারত মহাসাগরে ভেঙে পড়ল চীনের রকেটের ধ্বংসাবশেষ
রবিবার সকালে ভারত মহাসাগরের উপর এই রকেট ভেঙে পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা বিশ্ব
করোনাভাইরাস মহামারী ভারত সহ গোটা বিশ্বে একেবারে তান্ডব ছড়িয়ে রেখেছে। তার মধ্যেই এবারে আরো একটি বিপদ এসে হাজির হয়েছিল কিছুদিন আগে। জানা গিয়েছিল চীনের বৃহত্তম রকেটের ধ্বংসাবশেষ নাকি পৃথিবীর দিকে আছরে পড়তে পারে। এই খবরের পরে চিন্তিত ছিল গোটা বিশ্ব। কিন্তু জানা গেছে এই সমস্ত সমস্যা একেবারে দূরে সরিয়ে দেওয়া গেছে। খবর অনুযায়ী চীনের বৃহত্তম রকেট ১১০ ফুট লম্বা লংমার্চ ৫ বি ওয়াই ২ এর ধ্বংসাবশেষ সরাসরি গিয়ে পড়েছে ভারত মহাসাগরে।
চীনের বিদেশমন্ত্রক আবার জানিয়েছিল রকেট পুরোপুরিভাবে নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। কিন্তু রকেট এর উপরে স্তরটিকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা হয়েছে। এটি যখন পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকবে তখন সামনের দিকটা পুড়ে যাবে বলেও জানিয়েছিলেন চীনের বিশেষজ্ঞরা। এছাড়াও পৃথিবীর মানুষকে আশ্বস্ত করে তারা বলেছিলেন, যখন পৃথিবীতে এই রকেটটি আসবে, তখন এই রকেটটি সম্পূর্ণরূপে জ্বলে যাবে। তাই চিন্তার কোন কারণ নেই।
চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে রবিবার সকালে ভারত মহাসাগর এর ওপরে সেই কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে। এছাড়াও মার্কিন সেনা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নজরদারি চালিয়েছিল। সেখান থেকেও জানা গিয়েছে একই খবর। অর্থাৎ চিন্তার কোন কারণ নেই, গোটা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তবে এখনো পর্যন্ত সরকারি কোন বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
তবে এটুকুই জানা গেছে স্থলভাগের উপরে কোথাও এই রকেট পড়েনি। করোনা মহামারী যখন এতটা খারাপ প্রভাব বিস্তার করেছে সমগ্র বিশ্বের উপরে, তারপরে যদি এরকম একটি কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ শেষে এসে পড়ে তাহলে বিশ্ব সমস্যার মুখোমুখি হতে পারে। তবে বিশেষজ্ঞদের ধারণা ছিল পৃথিবী যেহেতু বেশিরভাগটাই জল, তাই এই রকেট নিশ্চয়ই কোন একটা মহা সমুদ্রের উপরে গিয়ে ভেঙে পড়বে। বিশেষজ্ঞদের কথা মিলিয়ে ভারত মহাসাগরে ভেঙে পড়ল এই বিশাল রকেট।