জম্মু ও কাশ্মীর : এতদিন পর্যন্ত ভারতের ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা ছিল ২৯ টি, এবং কেন্দ্রশাসিত রাজ্যের সংখ্যা ৭ টি। কিন্তু বুধবার ৩১ শে অক্টোবর থেকে জম্মু-কাশ্মীরকে অঙ্গরাজ্য থেকে কেন্দ্র শাসিত অঞ্চল করা হল। কাল থেকেই ভারতীয় মানচিত্রে অঙ্গরাজ্যের সংখ্যা কমে গিয়ে ২৮ হল। জম্মু-কাশ্মীর থেকে লাদাকেও বিচ্ছিন্ন করে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল করা হল। সেই সঙ্গে ভারতে কেন্দ্র শাসিত অঞ্চলের সংখ্যা বেড়ে গিয়ে ৯ টি হল।
গত আগষ্ট মাসে কাশ্মীরে ৩৭০ ধারা অবসানের পর, জম্মু-কাশ্মীরকে কাল সরকারিভাবে অঙ্গরাজ্য থেকে কেন্দ্র শাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। এই প্রসঙ্গে অমিত শাহ আগে থেকেই জানিয়েছেন, ভারতে সন্ত্রাসবাদীদের ধ্বংস করার জন্য মূলত জম্মু-কাশ্মীরকে কেন্দ্রের অধীনে নিয়ে আসা হয়েছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবে আবার জম্মু-কাশ্মীরকে তাদের পুরোনো মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, লাদাক জম্মু-কাশ্মীরের অংশ থাকলেও সেখানে মানুষদের দাবি ছিল লাদাককে এক আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া। তাই লাদাক কেও আলাদা করে দেওয়া হয়।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে এবার জম্মু-কাশ্মীরেও নির্বাচন হবে। এবং চন্ডীগড় ও দমন-দিউর মতো জম্মু-কাশ্মীরেও কোনো বিধানসভা থাকবে না। জম্মু-কাশ্মীরে বিধানসভার মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে। তবে বিধানসভার সদস্য কমবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক। জম্মু-কাশ্মীরে বিধানসভার বর্তমান বিধায়কের সংখ্যা ১১১, এর মধ্যে ৪ জন লাদাকের। আপাতত বিধায়ক সংখ্যা একই থাকলেও পরবর্তী সময়ে সদস্য সংখ্যা কমানো বা বাড়ানো যেতে পারে।