দিল্লী ভারতের এক অন্যতম দূষিত রাজ্য। এই রাজ্যে দূষনের পরিমান এতই যে মাঝে মাঝে আকাশও ধোঁয়ায় ঢাকা হয়ে যায়। দিল্লীতে দূষনের পরিমান এতটাই বৃদ্ধি পেয়েছে তার জন্য গোটা দেশ চিন্তিত কারন ভারতের রাজধানী দিল্লী। দিল্লীর মুখ্য সেক্রেটারি বিজয় দেব শহর দূষন রোধ করতে এক বড়সড় সিদ্ধান্ত নিলেন।
কাল শুক্রবার, দিল্লীর মুখ্য সেক্রেটারি বিজয় দেব পিউব্লিউডি ও অন্যান্য সংস্থাগুলি দ্বারা নির্মিত রাস্তা থেকে আবর্জনা সরানোর কথা বলেন। যদি সংস্থাগুলি আবর্জনা অপসারনে ব্যর্থ হয় তবে তাদের বেতনের কিছু অংশ কেটে নেওয়া হবে বলে জানিয়েছেন বিজয় দেব।
বিজয় দেব বলেন সংশ্লিষ্ট ও পৌর কর্পোরেশন সংস্থাগুলিকে বলেন শহরে ১৩ টি হটস্পট সম্পর্কিত কর্মপরিকল্পনা সর্বাধিক অগ্রাধিকার দেওয়া উচিত। ওই এলাকাগুলিতে দুই সপ্তাহের মধ্যে কাজ শেষ করা উচিত।
তিনি নির্দেশ দিয়েছিলেন এই স্পটগুলির চারপাশে ফেলে দেওয়া আবর্জনাগুলোকে ২৪ ঘন্টার মধ্যে পরিষ্কার করতে হবে। পিডব্লিউডি এবং অন্যান্য সংস্থাগুলি বর্জ অপসারনে অবহেলা করছে তাদের ব্যক্তিগত ভাবে দায়বদ্ধ করার জন্যই ওদের বেতন থেকে কিছু অংশ কেটে নেওয়া হবে। বিজয় দেব দিল্লী দূষন নিয়ন্ত্রণ কমিটির আওতাধীন অঞ্চলগুলিতে অবৈধ ডাম্প তেরীর জন্য দিয়ী সরকারি ও বেসরকারি এজেন্সিদের কাছ থেকে জরিমানা নেওয়ার নির্দেশ দিয়েছেন।