রণবীর সিংয়ের বোনকে দেখে হিংসা করেন স্বয়ং দীপিকাও, রূপে-গুণে টেক্কা দেন বলি ডিভাদেরও

রণবীর সিং বলিউডের অন্যতম প্রথম সারির জনপ্রিয় দক্ষ অভিনেতা। সাধারণের মাঝেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। আর বর্তমান নারীমহলের অন্যতম ক্রাশ তিনি। অন-ক্যামেরা হোক কিংবা অফ-ক্যামেরা অভিনেতার প্রাণবন্ত উপস্থিতি উচ্ছ্বসিত করে…

Avatar

রণবীর সিং বলিউডের অন্যতম প্রথম সারির জনপ্রিয় দক্ষ অভিনেতা। সাধারণের মাঝেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। আর বর্তমান নারীমহলের অন্যতম ক্রাশ তিনি। অন-ক্যামেরা হোক কিংবা অফ-ক্যামেরা অভিনেতার প্রাণবন্ত উপস্থিতি উচ্ছ্বসিত করে তোলে গোটা দর্শকমহলকে। অন্যদিকে সেই শুরুর সময় থেকে দীপিকা পাড়ুকোনের সাথে তার সম্পর্ক সেই জনপ্রিয়তাকে যেন বাড়িয়ে দিয়েছে অনেকটাই। উল্লেখ্য, ২০১৮’তে পর্দার মাস্তানিকে একেবারে নিজের করে নিয়েছিলেন অভিনেতা।

সাধারণের মাঝে হোক কিংবা মিডিয়ার পাতায় প্রায়ই কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায় রণবীর সিং ও দীপিকা পাডুকোন জুটিকে। তবে এই মুহূর্তে এই তারকা জুটি চর্চায় রয়েছেন একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরে। আপাতত, মিডিয়ার পাতায় অভিনেতার বোন ঋত্বিকার বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে, যা দেখে চোখ কপালে উঠেছে নেটজনতার একাংশের। তাদের মধ্যেই একাংশের মত, অভিনেতার বোন ঋত্বিকা রূপে-গুণে সৌন্দর্যের দিক দিয়ে বলে বলে টেক্কা দিতে পারেন একাধিক ছোট বড় বলি তারকাদের। এমনকি নেটজনতার একাংশের দাবি স্বয়ং দীপিকা পাডুকোনও হিংসা করেন নিজের ননদকে। তবে এই মন্তব্যের যে কোনো ভিত্তিই নেই, তা নিঃসন্দেহে বলা চলে।

অভিনেতার বোন সোশ্যাল মিডিয়ার পাতায় সেভাবে সক্রিয় না হলেও, পাপারাজিৎদের নজরের বাইরে নন তিনি। দাদা রণবীর তারকা জগৎ-এর সদস্য হওয়ায় তিনিও নেহাত অপরিচিত নন সাধারণের মাঝে। প্রায়ই বি-টাউনে চর্চা চলে তাকে নিয়ে। দাদার খুবই আদরের তিনি। তবে এই অভিনয় জগৎ-এর সাথে তার সরাসরি কোন যোগাযোগ নেই। মিডিয়ার সামনে নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন ঋত্বিকা। রণবীর কাপুর মিডিয়ার পাতায় কারণে অকারণে তুমুল চর্চিত হলেও, এখনো পর্যন্ত তার ব্যক্তিগত কোন খবর প্রকাশ্যে আসেনি সেভাবে। তবে ইন্ডাস্ট্রির একাধিক ছোট-বড় অনুষ্ঠানে থেকে থেকেই দেখা মেলে ঋত্বিকার, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায় না পাপারাজিৎদের। আপাতত, তারই বেশ কিছু ঝলক নজরে এসেছে নেটজনতার। আর সেইসমস্ত ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে একাংশের মাঝে চর্চায় রণবীর সিংয়ের বোন ঋত্বিকা সিং।