বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে ছাড়া তৈরি হতে চলেছে বহুল আলোচিত সায়েন্স ফিকশন ছবি কল্পি 2898 এডি-র সিক্যুয়েল। বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, আর এই ছবির দ্বিতীয় খণ্ডে থাকছেন না দীপিকা। খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র মহলে জোর চর্চা শুরু হয়েছে।
অফিসিয়াল ঘোষণা
এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে বৈজয়ন্তী মুভিজ জানিয়েছে, ‘‘@deepikapadukone আর থাকছেন না আসন্ন সিক্যুয়েলে। দীর্ঘ আলোচনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কল্পি 2898 এডি-র মতো ছবির জন্য দরকার পূর্ণ কমিটমেন্ট। আমরা ওঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’’ প্রযোজকদের এই ঘোষণা ঘিরেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। কারণ এর আগে পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার স্পিরিট ছবির ক্ষেত্রেও দীপিকার নাম প্রত্যাহার হওয়ার খবর সামনে এসেছিল।
কী নিয়ে জটিলতা?
বিনোদন জগতের একাংশের দাবি, পারিশ্রমিক এবং কাজের সময়সূচি নিয়েই তৈরি হয়েছিল অস্বস্তি। শোনা যাচ্ছে, দীপিকা নাকি প্রথম ছবির তুলনায় ২৫ শতাংশ বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন। পাশাপাশি দৈনিক শুটিং সময় ৭ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার শর্তও দিয়েছিলেন। প্রযোজনা সংস্থা পাল্টা প্রস্তাব দিয়েছিল বিলাসবহুল ভ্যানিটি ভ্যান এবং বিশ্রামের সুবিধা বাড়ানোর। তবে দীপিকার দাবি ছিল, তাঁর সঙ্গে থাকা প্রায় ২৫ জনের টিমের জন্যও ৫-তারকা মানের থাকার ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত খরচ নিয়ে প্রশ্ন তুলেছিল প্রযোজকরা। শেষ পর্যন্ত সমঝোতা সম্ভব না হওয়ায় আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাতৃত্ব ও ব্যক্তিগত জীবন
এই বছরের শুরুতে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, মেয়ে দুয়ার জন্ম তাঁর জীবনকে নতুনভাবে সাজিয়েছে। গত ৮ সেপ্টেম্বর স্বামী রণবীর সিং-এর সঙ্গে কন্যার প্রথম জন্মদিন পালন করেছেন তিনি। এক পরিচালককে নাকি সরাসরি জানিয়েছিলেন, মেয়ের কাছে থাকতে হবে বলে মিটিংয়ে আসা সম্ভব নয়। তখনই চলচ্চিত্র মহলের অনেকের ধারণা হয়েছিল, মাতৃত্বের কারণে তিনি কাজের গতি কমাতে চাইছেন। এ নিয়ে পরিচালক ভঙ্গাও পরোক্ষ মন্তব্য করেছিলেন বলে শোনা যায়।
দর্শকদের প্রতিক্রিয়া
কল্পি 2898 এডি ইতিমধ্যেই বিশাল সাফল্য পেয়েছে। তাই সিক্যুয়েলে দীপিকা না থাকা অনেক ভক্তের কাছে হতাশাজনক খবর। তবে প্রযোজক সংস্থা ইঙ্গিত দিয়েছে, ছবির পরবর্তী পর্যায়ে নতুন চমক থাকছে।
When I narrate a story to an actor, I place 100% faith. There is an unsaid NDA(Non Disclosure Agreement) between us. But by doing this, You’ve ‘DISCLOSED’ the person that you are….
Putting down a Younger actor and ousting my story? Is this what your feminism stands for ? As a…— Sandeep Reddy Vanga (@imvangasandeep) May 26, 2025
সব মিলিয়ে, সিক্যুয়েল থেকে দীপিকার সরে দাঁড়ানো চলচ্চিত্রপ্রেমীদের মনে নতুন প্রশ্ন তুলেছে—কোন নায়িকা আসতে চলেছেন তাঁর জায়গায়? তার উত্তর সময়ই দেবে।














