Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কানের রেড কার্পেটে কোমর জড়িয়ে ধরে চুম্বন দীপিকাকে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এই ব্যক্তি

Updated :  Friday, January 12, 2024 1:21 PM

গত কয়েক বছর ধরে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট মাতাচ্ছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।বর্তমানে হলিউডে একাধিক কাজ করছেন তিনি। কানের রেড কার্পেটে নিমেষে নজর কেড়ে নিচ্ছে দীপিকার স্টাইল। কিন্তু কিছু ক্ষেত্রে তাঁকে পড়তে হয়েছে অস্বস্তিতেও। সম্প্রতি দীপিকার একটি ভিডিও নেটদুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। এটি কানের রেড কার্পেটের পুরানো ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা তাঁর কোমর থেকে এক ব্যক্তির হাত সরানোর চেষ্টা করছেন।

ঘটনাটি ঘটে 2022 সালে। সেই বছর কানের রেড কার্পেট উজ্জ্বল করে হেঁটেছিলেন দীপিকা। তাঁর পরনে ছিল লাল রঙের গাউন। গাউনের স্লিভ নুডল প‍্যাটার্নের। গাউনের ডিপ নেকলাইনের মাধ্যমে উন্মুক্ত ছিল দীপিকার ক্লিভেজ। গাউনের কোমরের অংশে ছিল রাফল ডিজাইন। নিচের অংশ যথেষ্ট ফ্লেয়ারড ছিল। দীপিকা পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত ছিলেন। আচমকাই একজন ব্যক্তি দীপিকার কাছে এসে তাঁকে জড়িয়ে ধরেন। ওই ব্যক্তি দীপিকার কোমর ধরে তাঁকে চুম্বন করেন। দীপিকা বারবার নিজের কোমর থেকে ওই ব্যক্তির হাত সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু কিছুক্ষণ পর অভিনেত্রী ওই ব্যক্তিকে চিনতে পারেন। এরপর তিনি সপ্রতিভ হয়েই ওই ব্যক্তির সাথে কথা বলেন।

সম্প্রতি দীপিকা তাঁর প্রেগন্যান্সি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, রণবীর (Ranveer Singh) ও তিনি দুইজনেই যথেষ্ট বাচ্চা পছন্দ করেন। আগামী দিনে নিজেদের সন্তান চান তাঁরা। তবে রণবীর ও দীপিকা তাঁদের সন্তানকে আর পাঁচজন সাধারণ বাচ্চার মতোই বড় করে তুলতে চান। মিডিয়ার স্পটলাইট থেকে নিজেদের সন্তানকে দূরে রাখার পরিকল্পনা করছেন দীপিকা ও রণবীর। আগামী দিনে দীপিকাকে দেখা যাবে ভারতে প্রথম এরিয়াল ফিল্ম ‘ফাইটার’-এ । এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন হৃত্বিক রোশন (Hritwik Roshan)।