Today Trending Newsদেশনিউজ

আবারও দিল্লির ক্ষমতায় ফিরবে আপ সরকার, আশাবাদী কেজরিওয়াল

Advertisement

৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন। সব দলগুলিই তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করে ভোট প্রচার শেষ করেছে। এতদিন দু’বার দিল্লিকে নিজেদের ক্ষমতায় রাখতে পেরেছে আপ অর্থাৎ আম আদমি পার্টি। আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবারও আশাবাদী। আম আদমি পার্টি এই নিয়ে তৃতীয়বার মনে করছে তারা আবারও দিল্লির ক্ষমতায় আসবে। বিজেপির হয়ে দাড়িয়েছেন সুনীল যাদব, কংগ্রেসের হয়ে দাড়িয়েছেন রোমেশ সবরওয়াল।

আপের শীর্ষ নেতা মনে করছেন, দিল্লির মানুষ তাকে আবারও নির্বাচন করবে দিল্লির ক্ষমতাভার প্রদানের জন্য। তিনি বলেন, ” আমি আশাবাদী যে দিল্লিতে করা কাজের ভিত্তিতে লোকেরা ভোট দেবে এবং তৃতীয়বারের মতো দিল্লিতে আম আদমি সরকার গঠন করবে।” এছাড়াও তিনি বলেন, “আমি সবার কাছে, বিশেষত মহিলাদের কাছে আজ তাদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।”

আরও পড়ুন : বিতর্কিত ভিডিও ট্যুইটে, নির্বাচন কমিশনের রোষের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী

এদিন শনিবার সকাল ৮ টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে, চলবে সন্ধে ৬ টা পর্যন্ত। ভোটগ্রহণ পর্ব হবে ৭০ টি আসনে। ভোট গননা হবে আগামী ১১ ফেব্রুয়ারি। ২০১৫ সালে আপ পেয়েছিল ৭০টির মধ্যে ৬৭ টি আসন এবং বিজেপি পেয়েছিল বাকি তিনটি আসন। কংগ্রেস সেবার একটিও আসনে জয়লাভ করতে পারেনি। তাই আপ সরকার এবারও আশাবাদী তারা পূনরায় ফিরবে দিল্লির ক্ষমতায়।

Related Articles

Back to top button