Today Trending Newsদেশনিউজ

দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা : এগিয়ে আপ, পিছিয়ে বিজেপি

Advertisement

আজ ঘোষিত হবে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। ৭০ আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্যে আসন হলো ৩৬। ভোটের পর থেকেই বিভিন্ন বুথফেরত সমীক্ষায় বোঝা গিয়েছিল এই নির্বাচন জিতে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৭০ টির মধ্যে ৫০ টির বেশি আসন আপ জিতবে বলে জানানো হয়েছিল প্রায় সব সমীক্ষাতেই। গত বিধানসভা নির্বাচনেও আপের কাছে একপ্রকার উড়ে গিয়েছিল বিজেপি। ৭০ টির মধ্যে ৬৭ টি জিতে ক্ষমতায় এসেছিল আপ।

কিন্তু ২০১৯ এর লোকসভা ভোটে দেখা যায় ৭০ টির মধ্যে ৬৫ টি বিধানসভায় ভোট পাওয়ার নিরিখে এগিয়ে আছে বিজেপি। আপ একটিতেও নয়। লোকসভায় ৭ টি আসনই জেতে বিজেপি।

সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে। গণনা শুরু হতেই দেখা যায় একের পর এক আসনে এগোতে থাকে আপ। প্রাথমিক ট্রেন্ডে ৭০ আসনের মধ্যে ৫৬ টিতেই এগিয়ে আপ। এখনো পর্যন্ত ৬১ টি আসনের মধ্যে আপ এগিয়ে ৪০ টি আসনে, বিজেপি ২০ টি এবং কংগ্রেস ১ টি আসনে।

-দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেছেন যে, তিনি এখনও বিশ্বাসী যে দিল্লিতে বিজেপিই জিতবে। শেষের দিকে ভোট বিজেপি পেয়েছে বলে জানিয়েছেন তিনি। আর সেই সূত্র ধরেই তিনি বিশ্বাস করেন শেষ পর্যন্ত বিজেপিই দিল্লিতে জিতবে এবং তার জন্য তারা উৎসবের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন দিল্লি বিজেপির সভাপতি।

-দিল্লিতে বড় প্রার্থীদের মধ্যে নতুন দিল্লি থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এগিয়ে আছেন নিকটতম বিজেপি প্রার্থী সুনীল কুমার যাদবের থেকে। প্রসঙ্গত, ২০১৫ তে এই আসনেই জিতেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

-হরিনগর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছেন বিজেপির সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ নেতা তাজিন্দর পাল সিং। এছাড়া বড় বড় সমস্ত এলাকাতেই আপ এগিয়ে।

Related Articles

Back to top button