নির্ভয়ার অপরাধীদের ফাঁসি, নতুন করে ফাঁসির দিন ঘোষণা দিল্লি আদালতের
দিল্লির পতিয়ালা আদালত নির্ভয়া মামলায় নতুন ডেথ ওয়ারেন্ট জারি করলো। নতুন ডেথ ওয়ারেন্ট অনুযায়ী চার আসামিকে ১লা ফেব্রুয়ারি সকাল ছ’টায় ফাঁসি দেওয়া হবে। এদিকে, নির্ভয়ার এক অভিযুক্ত পবন সিং সুপ্রীম কোর্টে পিটিশন দায়ের করে দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানাবেন। একথা জানিয়েছেন পবনের আইনজীবী এপি সিং।
আরও পড়ুন : ফের চুরি করতে গিয়ে ধরা পড়লো পাকিস্তান
এর আগে, আগামী ২২ জানুয়ারীর নির্ভয়া মামলায় অভিযুক্ত চার আসামির ফাঁসি ঘোষণা করেছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কিন্তু আইনি জটিলতায় সেটি আটকে যায়। এরপর আজ আবার নতুন ডেথ ওয়ারেন্ট দিলো দিল্লির আদালত। চার আসামির মধ্যে অন্যতম মুকেশ কুমার রাষ্ট্রপতির কাছে মৃত্যুদণ্ড রদ করার আবেদন করেছিল, যা শুক্রবার বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির মৃত্যুদণ্ড রদের আবেদনটি প্রত্যাখ্যানের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাইলটি দিল্লি সরকারকে পাঠিয়েছে।