Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নির্ভয়া দোষীদের আজ ফাঁসির রায় ঘোষণা করবে দিল্লি হাইকোর্ট

Updated :  Wednesday, February 5, 2020 7:56 AM

পয়লা ফেব্রুয়ারি ফাঁসির দিন ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। দিল্লি হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেওয়া হয় ফাঁসির শাস্তি। ওই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে কেন্দ্র আদালতের দ্বারস্থ হয়েছে যার রায় আজ দেবে দিল্লি হাইকোর্ট।

নির্ভয়া ধর্ষণ ও খুনের অপরাধে দোষী চারজন মুকেশ সিংহ,বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর,পবন গুপ্তা কে ফাঁসির রায় ঘোষণা করা হলে সুপ্রিম কোর্টে বারবার তারা প্রাণভিক্ষার আবেদন জানায়। সেই আবেদন খারিজ করে দিলেও হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে ফাঁসির শাস্তি।

আরও পড়ুন : ‘মৃত্যুর রায় কার্যকর করুন’, দিল্লি রাজ্যসভায় ধর্ষণের দোষীদের বিষয়ে সাফ বার্তা

এই ঘটনায় দোষী আরেকজন রাম সিংহ অনেক আগেই তিহাড় জেলে আত্মহত্যা করেছে। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বেড়িয়ে গেছে আইনের বেড়াজাল টপকে। তিহাড় জেলে ফাঁসির প্রস্তুতি অনেকদিন আগে থেকেই নেওয়া হচ্ছে। হয়েছে দড়ি পরীক্ষাও। চলে এসেছেন পবন জল্লাদ। যিনি বংশানুক্রমিকভাবে অপরাধীদের ফাঁসি দিতে সিদ্ধহস্ত। হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে কেন্দ্র আদালতের কাছে ফাঁসির নতুন দিন জানানোর আবেদন জানিয়েছে। আজ দিল্লি হাইকোর্টের রায়ের ওপর নজর থাকবে সবারই।