‘দিল্লি বাংলাকে ভয় পায়’, কেন্দ্রকে চ্যালেঞ্জ মদন মিত্রের

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য খারিজ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের আবেদন। এরপরই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তৃনমুলের তরফ থেকে। আবেদন খারিজ হওয়ার একদিন পরই তৃণমূল নেতা মদন মিত্র বলেন যে, “দিল্লী বাংলাকে ভয় পায়।”

কুচকাওয়াজ খারিজ প্রসঙ্গে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের ইতিহাসে এটি প্রথমবার নয়। দিল্লী বরাবর বাংলাকে ভয় পায়। কেন্দ্র আমাদের আবেদন খারিজ করতে পারে, তবে আমরাও বাংলার তরফ থেকে এনআরসি এবং সিএএ খারিজ করবো।”

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডের চার দোষীদের ফাঁসি দিতে তিহার জেলে নতুন করে তৈরি হচ্ছে ফাঁসির মঞ্চ

প্রসঙ্গত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য মোট ৫৬ টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গের আবেদনসহ ৩৪ টি আবেদন খারিজ করা হয়েছে।