চতুর্থ দফার লক ডাউনের মাঝেই দিল্লিতে সচল হতে পারে মেট্রো পরিষেবা, একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দিল্লি মেট্রোরেল কর্পোরেশনের বা DMRC-এর এক আধিকারিক। ২২শে মার্চ থেকে করোনা ভাইরাসের প্রকোপে দিল্লিতে বন্ধ হয়ে যায় মেট্রোরেল পরিষেবা। তবে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় চতুর্থ দফার লক ডাউনের ইঙ্গিত মিলেছে। আর এই লক ডাউনের মধ্যেও দিল্লিতে চলতে পারে মেট্রো পরিষেবা। তবে এখনো তা কেন্দ্রের অনুমতির উপর অপেক্ষা। কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিললে দিল্লিতে চালু হবে মেট্রোরেল পরিষেবা, এমনটাই জানিয়েছেন দিল্লি সরকারের পরিবহন মন্ত্রী কৈলাশ গহেলত।
তৃতীয় দফার লক ডাউনের পঞ্চম দফায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দিল্লির লক ডাউনের উপর কিছু ক্ষেত্রে শিথিলতার অনুমতি চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর দিল্লি মেট্রোরেল কর্পোরেশনের এক আধিকারিক জানান, মেট্রোরেল পরিষেবা সচল করা হতে পারে কয়েকটি রুটে এবং সরকারি বিধি-নিষেধকে মান্য করে। তবে তা চালু হবে কেন্দ্র সরকারের অনুমতির পরেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদিল্লি সরকারের পরিবহন মন্ত্রী কৈলাশ গহেলত জানিয়েছেন, “সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়েই চলবে মেট্রো। যাত্রীদের জন্য থাকবে বিশেষ থার্মাল স্ক্রিনিং-য়ের ব্যবস্থা। থাকবে স্যানিটাইজেশনের ব্যবস্থা। যেসকল স্টেশনগুলিতে ভিড় হবে সেক্ষেত্রে নিয়মবিধি মেনে যাত্রী নেওয়া হবে। বিশেষ কিছু স্টেশন ছাড়া মেট্রো সব স্টেশনে থামবে না।” তবে আদতে কি কি শিথিলতা আনা হবে সে বিষয়ে আগামী ১৮ই মে-এর আগে কিছুই জানা সম্ভব নয়।