আজকালকার দিনে সোশাল মিডিয়াতে রিল ভিডিও পোস্ট করা ব্যাপক ট্রেন্ড হয়েছে। লাখ লাখ মানুষ এই সমস্ত ভিডিও পছন্দ করেন। তাই মানুষজন সুযোগ পেলেই নিজের শর্ট ভিডিও বানিয়ে সোশাল মিডিয়াতে আপলোড করে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেন। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভাইরাল ভিডিও সমন্ধে জানাবো যা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। এই ইন্টারনেটে দিল্লী মেট্রোতে ভাইরাল রিল বানানো নিয়ে প্রায় বিতর্ক হয়। এমনকি এই সমস্যা থেকে মুক্তি পেতে দিল্লী মেট্রো রেল কর্পোরেশন বা DMRC ট্রেনের কোচে নাচ বা ভিডিও বানানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তাতে তোয়াক্কা না করেই চলছে দেদার রিল বানানোর কাজ। সম্প্রতি সোশাল মিডিয়া ওয়েবসাইটে এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে যা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে।
সম্প্রতি সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটি দিল্লী মেট্রোর। ভাইরাল ভিডিওটি দেখে বিরক্ত হতে পারেন আপনিও। এতে দেখা গেছে যে একটি কমবয়সী যুবতী মেট্রো থামতেই গেটের সামনে দাঁড়িয়ে অদ্ভুত কায়দায় নাচতে শুরু করে। পরমুহুর্তে সে ট্রেন থেকে নেমে প্লাটফর্মে নাচে ও আবার অন্য একটি গেটের সামনে নাচতে শুরু করে। তার এই অদ্ভুত নাচ দেখে বিরক্ত হন আশেপাশের যাত্রীরা। এমনকি অনেকেই ক্যামেরার নজর থেকে দূরে সরে যান।
এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হাওয়ার পর এই নিয়ে তুমুল বিতর্ক চলছে। সকলেই এই ভিডিও দেখে বিরক্ত প্রকাশ করেছেন। বিশেষ করে DMRC নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে এমন ভিডিও বানানো হচ্ছে বলে ব্যাপক ক্ষেপে গেছেন নিত্যদিনের যাত্রীরা। আপনি যদি এই বিতর্কিত ভাইরাল ভিডিওটি দেখতে চান, তাহলে এখানেই দেখে নিন।
View this post on Instagram