জেএনইউ বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ঐশী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। এছাড়াও আরও মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লী পুলিশ। পুলিশসুত্রে জানা গেছে ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে দলবল নিয়ে গিয়ে ভাঙচুর চালিয়েছিলো। এছাড়াও নিরাপত্তা কর্মীকে মারধর করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
রবিবার স্বয়ং এই সংসদ নেত্রী দৃষ্কৃতী হামলায় আহত হন। মাথা ফেটে ১৬ টি সেলাই করতে হয় তাতে। গত ৩ ও ৪ জানুয়ারি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এরপর ৪ তারিখে হওয়া একটি এফআইআর এ নাম আছে ঐশী ঘোষের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : মুখোমুখি মমতা-জগদীপ, কফির আড্ডায় আমন্ত্রণ
জেএনইউতে তদন্তকারী বিশেষ দলের প্রধান পুলিশ জেলা প্রশাসক জয় ট্রিকি বলেছিলেন যে সেদিনের তোলা ছবি এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে এখনও পর্যন্ত চিহ্নিত লোকদের নোটিশ দেওয়া হবেএবং ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা করা হবে। এরপরই ঐশী ঘোষ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তাদের ওপর মিথ্যে অভিযোগ চাপানো হয়েছে।আরও বলেন, “আমরা ভয় পাই না আমাদের নিয়ে মিথ্যে অভিযোগ তৈরি হচ্ছে।”