Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিশ্বের বৃহত্তম জংশন হতে চলেছে দিল্লি স্টেশন, থাকবে সমস্তরকম আধুনিক ব্যবস্থা

Updated :  Friday, January 15, 2021 5:05 PM

নয়াদিল্লি: নতুনভাবে সেজে উঠতে চলেছে রাজধানী দিল্লির (Delhi) রেল স্টেশন (Rail Station)। পুনর্নির্মাণ হওয়ার পর কেমন দিল্লি স্টেশনকে দেখতে হবে সেই ছবি প্রকাশ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। কত টাকা বরাদ্দ হবে নতুন করে এই রেলস্টেশনকে সাজানোর জন্য, তাও তিনি উল্লেখ করেছেন। ১০ হাজার কোটি টাকা খরচ হবে আধুনিকভাবে দিল্লির স্টেশন সাজানোর জন্য।

দক্ষিণ কোরিয়ার রেলওয়ে সংস্থা দিল্লি স্টেশনকে বিশ্বের বৃহত্তম জংশন বানানোর জন্য প্রস্তাব দিয়েছে। দিল্লি স্টেশনকে আধুনিকীকরণের মোড়কে সাজিয়ে ফেলার পর নিত্যযাত্রী হোক বা দূরের যাত্রী,সকলের কাছেই একটা অন্যরকম বিলাসবহুল এবং রোমাঞ্চে মোড়া হতে চলেছে, এমনটাই রেলমন্ত্রী দাবি করেছেন।

যদিও কবে থেকে এই পুনর্নির্মাণের কাজ শুরু হবে এবং কবে শেষ হবে, তা নিয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সবে মাত্র দেওয়া হয়েছে প্রস্তাব। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বেশ কয়েক বছরের মধ্যেই দিল্লি রেলওয়ে স্টেশনকে আপনি নতুনভাবে দেখতে পাবেন, এমনটা বলাই যায়।