ভয়াবহ এক দৃশ্যের সাক্ষী থাকল রাজধানী শহর দিল্লি। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল আস্ত একটা বাড়ি। দিল্লির আন্না নগরের বস্তির কাছে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। আজ সকাল থেকেই দিল্লিতে বেশ কিছু ঘন্টা টানা বৃষ্টি হয়। আর জলের তোড়ে রাস্তা ভেঙে গর্ত হয়ে যায়।
ওই গর্তের মধ্যে বাড়িটি ভেঙে ঢুকে যায়। আর জলের তোড়ে সব ভেসে যায়। যদিও কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই সময় বাড়িতে কেউ ছিল না।
বাড়িটি এক গরিব পরিবারের। পুষ্পা নামে এক মহিলার বাড়ি। এই দুর্ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে কোনো মানুষ মারা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে যে দূর থেকে কিছু মানুষ চিৎকার করছেন। আর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন।
The flow of water in the nullah was intense, running water entered a pit which was dug to construct a parking facility, causing severe erosion which led to the collapse of nearby houses. My house vanished as if it never existed: Pushpa, a resident of a slum in Delhi’s Anna Nagar https://t.co/gD6TEwEOON pic.twitter.com/ld5jAIXNXN
— ANI (@ANI) July 19, 2020