দিল্লি ভারতের সর্বাধিক দূষনতম রাজ্যগুলির মধ্যে একটি। ভারতের রাজধানী হওয়া সত্তেও এই রাজ্যে দূষনের পরিমাণ অনেক বেশি। এবছর দিল্লিতে দূষনের পরিমান অনেকটাই বেড়েছে বলে সূত্রের খবর।
ফের দিল্লির বাতাসে মিশছে বিষ। গোটা রাজ্য এবং তার পার্শ্ববর্তী এলাকায় কার্বন-ডাই অক্সাইডের পরিমান অনেকখানি বেড়ে গেছে। বাতাসে দূষনের মাত্রা বাড়তে বাড়তে বিপদজ্জনক অবস্থায় এসে পৌচেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ২৪৫ ছুঁয়েছে, যা খুবই বিপজ্জনক। দিল্লি সহ গাজীয়াবাদ, ফরিদাবাদ, নয়ডা, মুরতানে বাতাসের অবস্থা শোচনীয়।
কেন্দ্রীয় দূষন নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, রাতারাতি খুব খারাপ অবস্থা হরিয়ানার কারনাল জেলায়। এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছে ৩৫১। এয়ার কোয়ালিটি ইনডেক্স ০ থেকে ৫০ হল সবচেয়ে ভালো। ৫১ থেকে ১০০ হলে সন্তোসজনক। ১০১ থেকে ২০০ হলে মাঝারি। ২০১ থেকে ৩০০ হলে খারাপ। ৩০১ থেকে ৪০০ হলে অতিখারাপ। ৪০১ থেকে ৫০০ হলে বিপজ্জনক।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, পূর্ববর্তী রাজ্যে ফসল পোড়ানোর দূষিত ধোঁয়া ঢুকছে রাজ্যে। যার জেরে খারাপ হচ্ছে পরিবেশ। তৈরী হচ্ছে বিষ বাতাস। কেন্দ্রের পূর্বাভাস ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার জেরে ১৫ অক্টোবরের মধ্যে দিল্লিতে দূষনের মাত্রা ৬ শতাংশ বেড়ে গিয়েছে। হরিয়ানায় ফসল পোড়ানো খানিকটা কমলেও, পাঞ্জাবে ৪৫ শতাংশ বেড়েছে এই ধরনেয ঘটনা। ন্যাশানাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে, দুই রাজ্যের চাষিরা ফসল পোড়াচ্ছে, তাদের চালান কেটে জরিমানা করা শুরু হয়েছে। তাতেও অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি।