দিল্লির সংঘর্ষ থামার বদলে ভয়াবহ রূপ নিচ্ছে। মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে। আহত হয়েছে ১০০ র বেশি সাধারণ নাগরিক, এর মধ্যে অনেক পুলিশকর্মী ও রয়েছেন। তবে এদের সাথে আক্রান্ত হয়েছে বহু সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উত্তর-পূর্ব দিল্লির ১০ জায়গাতে ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও হিংসা থামেনি।
কেজরিওয়াল ও অমিত শাহ-র বৈঠকের পর ও ঝামেলা অব্যাহত। নতুন করে দিল্লির আর ও কিছু এলাকাতে সংঘর্ষের খবর পাওয়া গেছে। মঙ্গলবার বৈঠকে সেনা নামানোর কথা শোনা গেলে ও পড়ে তা খারিজ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো
হয়েছে যে অনেক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকর্মী রয়েছেন। সেনা এখন নামানো যাবে না।
আরও পড়ুন : ভারতের সাথে কী কী বিষয়ে চুক্তি করল আমেরিকা, দেখুন একনজরে
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিল্লির বেশ কিছু স্কুলের পরীক্ষাও স্তগিত রাখা হয়েছে। এই হিংসাত্মক পরিস্থিতির দ্রুত মোকাবিলা না করতে পারলে আর ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে রাজধানী শহর এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।