দেশনিউজ

হিম শীতল হাওয়ায় কাঁপছে রাজধানী, তাপমাত্রা নামল দু’ডিগ্রিতে

Advertisement

নয়াদিল্লি: একে তো করোনা পরিস্থিতিতে জেরবার রাজধানীর জীবন, তার ওপর লাগাতার উত্তর ভারতে বাড়ছে শীত। সঙ্গে শুরু হয়েছে হিম শীতল হাওয়া৷ মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে শীতল হাওয়া বইছে। এরই মধ্যে গতকাল, শুক্রবার, দিল্লিতে তাপমাত্রা দু’ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছিল।

পশ্চিম হিমালয় থেকে বরফ ঠান্ডা বাতাসের কারণে হিম ঠাণ্ডা হাওয়ায় কাঁপছে রাজধানী। শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন। বৃহস্পতিবার দিল্লিতে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি নীচে। সেখানে গতকালের তাপমাত্রা কাঁপিয়ে দিয়েছিল দিল্লিবাসীর।

আজ, শনিবার দিল্লিতে একটি ‘কোল্ড ওয়েভ’-এর পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তা সোমবার পর্যন্ত চলতে পারে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবারও দিল্লির তাপমাত্রা কম ছিল। গতকালও পরিস্থিতি একই ছিল। এই ঠান্ডার দাপট এখন থাকবে বলেই জানিয়েছে মৌসম ভবন। ফলে শীতে নাজেহাল হতে হবে দিল্লিবাসীকে, এমনটা বলাই যায়।

Related Articles

Back to top button