আন্তর্জাতিকনিউজ

ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ, দিল্লীর ঘটনায় প্রতিবাদ প্রবাসী ভারতীয়দের

Advertisement

বিগত কয়েকদিনে অগ্নিগর্ভ হয়ে ওঠা দিল্লীর সংঘর্ষের প্রতিবাদে সরব হয়ে উঠলেন প্রবাসী ভারতীয়রা। ইউরোপের ১৬ টি দেশে বিক্ষোভ দেখান তারা। প্যারিস, বার্লিন, দি হেগ, স্টকহোম-সহ ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ চলে। কোথাও কোথাও প্রতিবাদীরা ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন, আবার কোথাও দূতাবাসের বাইরে ফুল রেখেও মৃতদের আত্মার শান্তিকামনা করেন।তবে সমগ্র প্রক্রিয়াটিই শান্তিপূর্ণভাবে চলে।

প্রসঙ্গত ২২শে ফেব্রুয়ারী থেকে উত্তর-পূর্ব দিল্লীর জাফরাবাদ এলাকায় CAA বিরোধী সমর্থকরা আন্দোলন শুরু করলে অবশেষে তা ছড়িয়ে পড়ে মউজপুর, গোকুলপুরি, ভজনপুরা-সহ একাধিক এলাকায়। চলে পাথর, গুলি তার সাথে আগুন লাগিয়েও দেওয়া গয়। ৪৬ জনের মৃত্যুসহ আহত হয়েছেন ৩০০ জন। ঘটনার পাঁচদিন পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।সমস্ত এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে সরকার।

আরও পড়ুন : এটা দিল্লি নয়, এটা বাংলা, যারা ‘গোলি মারো’ স্লোগান দিয়েছে তারা শাস্তি পাবে : মমতা

এই ঘটনার বিরুদ্ধে বিদেশে আন্দোলনে নামেন প্রবাসীরা। অশান্তিতে সহায়কদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবীতে সরব হয়েছেন তারা। শুধু তাই নয় এই হিংসায় যারা মারা গেছেন, তাদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সবাই। বেলজিয়ামে খারাপ আবহাওয়াকে তোয়াক্কা না করে প্রতিবাদে সামিল হন প্রবাসী ভারতীয়রা। গ্লাসগোতে গান গেয়ে এছাড়া নেদারল্যান্ডে ইংরেজি ও হিন্দিতে স্লোগান দিয়ে প্রতিবাদে সরব তারা। জাতি-ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে সকল প্রবাসী ভারতীয়দের একজোট করতে চা বিলিও করা হয় সেখানে।

Related Articles

Back to top button