কলকাতা : ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বাড়তে চলেছে। রাজ্য সরকার যখন এই রোগ নিয়ন্ত্রণে ব্যর্থ তখন ঠিক সময় এক ডেঙ্গু আক্রান্তের মা তার একলার শোককে মানবকল্যাণে তার কন্যার মৃতদেহ দান করেন আরজিকর হাসপাতালে।
শনিবার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে মারা যান ডেঙ্গুতে আক্রান্ত স্কুলশিক্ষিকা শরণ্যা মুখোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। শরণ্যা র মা চন্দ্রানী মুখোপাধ্যায় বলেছেন যে তার ওইটুকু মেয়ের দেহ চুল্লিতে পোড়ানো হবে মা হয়ে তার পক্ষে এটা দেখা সম্ভব না তাই তিনি আরজিকর হাসপাতালে তার দেহ দান করেছেন। তার মনে হয়েছে দেহটা চুল্লিতে পুড়ে না গিয়ে যদি চিকিৎসার কোন কাজে লাগে।
মাত্র ৫ দিনের জ্বরে রাসবিহারী অ্যাভিনিউয়ের বাসিন্দা ও ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চের শিক্ষিকার মৃত্যু হয়। পেট ব্যথার সাথে সাথে শরণ্যার বমি হয়েছিল এবং মাড়ি দিয়ে রক্তপাত হচ্ছিল। ঢাকুরিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।